দেখি নয়নদিঘির ঘাটে
লক্ষ্মণ ভাণ্ডারী
দেখি নয়নদিঘির ঘাটে,
মরাল মরালী দিঘির জলে সারাদিন সাঁতার কাটে।
বধূরা কাপড় কাচিছে কেহ, কেহ আসে করে স্নান,
রাঙাপথে একতারা হাতে গাঁয়ের বাউল গায় গান।
রাখালিয়া সুরে বাঁশি বাজে, চাষ করে চাষী মাঠে,
মরাল মরালী দিঘির জলে সারাদিন সাঁতার কাটে।
দেখি নয়নদিঘির ঘাটে………………………………..।
পানকৌড়ি রোজ আসে ঘাটে দেয় ঘন ঘন ডুব,
পাড়ার ছেলেরা স্নানের ঘাটে সাঁতার কাটে খুব।
অবশেষে ঘাটে পড়ে আসে বেলা সূর্য বসে পাটে,
মরাল মরালী দিঘির জলে সারাদিন সাঁতার কাটে।
দেখি নয়ন দিঘির ঘাটে………………………………..।
নয়নদিঘিতে নামিল আঁধার জোনাকিরা সেথা জ্বলে,
জ্বলে ওঠে দীপ প্রতি ঘরে আঙিনায় তুলসী তলে।
দুপুর রাতে নয়নদিঘিতে সেথা চাঁদ ওঠে রাত কাটে।
মরাল মরালী দিঘির জলে সারাদিন সাঁতার কাটে।
দেখি নয়ন দিঘির ঘাটে………………………………..।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দুপুর রাতে নয়নদিঘিতে সেথা চাঁদ ওঠে রাত কাটে।
মরাল মরালী দিঘির জলে সারাদিন সাঁতার কাটে। ___ চমৎকার গীতিকাব্য।
loading...
পরিচিতি হলাম নয়ন দিঘির ঘাটের সাথে। আপনার জন্য শুভকামনা।
loading...
নয়ন দিঘির জন্য ভালোবাসা ভালোবাসা।
loading...
নিঃসন্দেহে অসাধারণ একটি ছন্দ মিলের কবিতা।
loading...
মুগ্ধ হলাম প্রিয় কবি দা।
loading...