মানুষের তরে মানুষের প্রাণ
লক্ষ্মণ ভাণ্ডারী
মানুষের তরে মানুষের প্রাণ
কাঁদে না আজ আর,
মানুষের বুকে মানুষেই হানে
শানিত হাতিয়ার।
পুলবামায় বোমা বিষ্ফোরণে
উঠলো কেঁপে মাটি,
যুদ্ধ বিমানে ভাঙলো তারা
সন্ত্রাসীদের ঘাঁটি।
জীবনের বদলে জীবনহানি
রক্তের বদলে রক্ত,
দেশজুড়ে আজ আছে অনেক
অনুভব দেশভক্ত।
এই তো সেদিন কলম্বোতে
হলো বিষ্ফোরণ,
কত যে মানুষ ঘায়েল হলো
মরলো কতজন।
হিসাব রাখি না কারা কখন
জীবনের পাতা থেকে,
বিদায় নিল এ বিশ্ব থেকে
বল কেবা খোঁজ রাখে।
মানুষের তরে মানুষের প্রাণ
কেন কাঁদে না হায়,
মানুষে মানুষে হানাহানি আজ
মেতেছে যে হিংসায়।
মানুষ করিছে মানুষকে হত্যা
মেতেছে জিঘাংসায়,
মানুষ হয়েছে মানুষের শত্রু
বাঁচার তরে লড়াই।
হত্যা নয় বাঁচার মন্ত্র হেথা
কে শেখাবে আজি,
মানুষের নেশা মানুষ হত্যা
জীবন রেখে বাজি।
মানুষের তরে মানুষের প্রাণ
কেঁদে ওঠে না আর,
মানুষের বুকে মানুষেই হানে
চকচকে হাতিয়ার।
loading...
loading...
মানুষের তরে মানুষের প্রাণ
কাঁদে না আজ আর,
মানুষের বুকে মানুষেই হানে
শানিত হাতিয়ার।
loading...
মানুষের তরে মানুষের প্রাণ। চিরন্তন শব্দটি আজকাল সুশব্দে ব্যবহৃত হয় না। বরং উল্টোটাই দেখি। মানুষ নেয় মানুষের প্রাণ।
loading...
মহা সত্য কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
loading...
এ কোন সংসারে বসবাস আমাদের কবি দা।
loading...
মানুষ আর মানুষের জন্য নেই।
loading...