স্মৃতি হয়ে শুধু রয়
– লক্ষ্মণ ভাণ্ডারী
জানিনা কেমনে আকাশের কোণে
পূবে দিবাকর ওঠে,
জানিনা কেমনে কুসুম কাননে
ফুলকলি সব ফোটে।
জানিনা কেমনে পলাশের বনে
রঙ ছড়ায় ফাগুন,
মধু আহরণে আসে অলিগণে
সদা করে গুন গুন।
জানিনা কেমনে দিবা অবসানে
সূর্য ডুবে অস্তরাগে,
জানিনা কেমনে সুনীল গগনে
তারাগুলো রাতে জাগে।
বিধাতার খেলা রচে নব লীলা
রাত্রি কেটে ভোর হয়,
দিবসের শেষে রোজ রাত্রি আসে
স্মৃতি হয়ে শুধু রয়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বিধাতার খেলা রচে নব লীলা
রাত্রি কেটে ভোর হয়,
দিবসের শেষে রোজ রাত্রি আসে
স্মৃতি হয়ে শুধু রয়।
loading...
আজকে শব্দনীড় প্রথম পাতায় আপনার একাধিক লেখা। শুভেচ্ছা প্রিয় কবি দা।
loading...
শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
loading...
জীবনের সকল কিছুই স্মৃতি হয়ে শুধু রয় কবি।
loading...
ছন্দের লিখাটি সুন্দর হয়েছে কবি।
loading...