ভোরের আলো ছড়িয়ে দিলো
আলোক ভুবনময়,
পূব আকাশে অরুণ হাসে
প্রভাত হাওয়া বয়।
টগর বেলি জুঁই, শিউলি
ফুটে আছে ফুল বাগে,
তরুর শাখে পাখিরা ডাকে
শীতের আমেজ লাগে।
ঘাসের পরে শিশির ঝরে
সোনালী সকাল বেলা,
ধানের খেতে উঠলো মেতে
সোনা রোদ করে খেলা।
অজয় তীরে স্নিগ্ধ সমীরে
বটগাছ তলে বসি,
মধুর সুরে কেমন করে
বাজায় বাঁশি শশী।
মন মাতানো বাঁশির সুরে
পরাণ পাগল করে,
কলসী কাঁখে গাঁয়ের বধূ
জল নিয়ে যায় ঘরে।
দিঘির বাঁকে মরাল থাকে
পানকৌড়িরা আসে,
নীল আকাশে মেঘেরা ভাসে
ফড়িং লাফায় ঘাসে।
ডুবলে বেলা সাঁঝের তারা
ওঠে সন্ধ্যার আকাশে,
জোছনা রাতে তারার সাথে,
চাঁদ বুঝি তাই হাসে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভোরের আলো'র স্নিগ্ধতা ছড়িয়ে আছে পুরো লিখা জুড়ে।
loading...
গ্রাম আমাদের নাড়ি সম্পর্কের। বাঙ্গালী বলি আর যে কোন ভাষাভাষীই বলি সবার হৃদয়ের সম্পর্ক গ্রাম ঘিরেই থাকবে। ইট পাথরের চার দেয়ালে যারা বড় হচ্ছে গ্রাম তাদের কাছে কল্পনা মাত্র। সেই হিসাবে সহজ সরল ভাষার পদ্য দারুণ হয়েছে কবি।
loading...
মন জুড়িয়ে যাবার মতো কবিতা খানি। ভীষণ ভাল লাগা।
loading...