বারুদের ধোঁয়ায় নামিল আঁধার

বারুদের ধোঁয়ায় নামিল আঁধার
– লক্ষ্মণ ভাণ্ডারী

সংবাদসূত্রে প্রকাশ পুলওয়ামা জেলায় মহাসড়ক হয়ে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল সিআরপিএফের একটি বহর। আওয়ান্তিপুরা এলাকায় ওই বহরের ওপর এই হামলা চালানো হয়।

হামলার সময় উপস্থিত এক সিআরপিএফ সদস্য বলেছেন, আইইডির বিস্ফোরণে (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ওই হতাহতের ঘটনা ঘটেছে।

সিআরপিএফ-এর যে বাসটি লক্ষ্য করে এই হামরা চালানো হয়েছিল তাতে নিরাপত্তা বাহিনীর ৩৯ জন সদস্য ছিল। বিস্ফোরণের পর ওই সদস্যরা লুকানোর চেষ্টা করলে সন্ত্রাসী গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই বাসের গায়ে বুলেটের চিহ্ন রয়েছে।

এই ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লিখেছেন, ‘পুলওয়ামায় সিআরপিএফ সদস্যদের ওপর যে হামলা চালানো হয়েছে তা ঘৃন্য। কাপুরষোচিত এই হামলার নিন্দা জ্ঞাপন করছি।’

এ ছাড়া এই হামলার ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

এই হামলার আগে কাশ্মীরে সবচেয়ে বড় হামলা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। ওই হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।

আসুন, বারুদ বিষ্ফোরণে হতাহত শোকার্ত পরিবারের প্রতি সমব্যথী হয়ে শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!

বারুদের ধোঁয়ায় নামিল আঁধার
লক্ষ্মণ ভাণ্ডারী

বারুদের ধোঁয়ায় নামিল আঁধার
কাঁদিয়া উঠে কাশ্মীর,
কাশ্মীর হইতে কন্যা-কুমারিকা
নয়নে বহিছে নীর।

কত তাজা প্রাণ হইল নিষ্প্রাণ
ছিন্নভিন্ন কত প্রাণ,
দীপ্ত পুলকেতে গাহিল সকলে
জীবনের জয়গান।

কত না মায়ের অশ্রু ঝরিছে
ভাসিছে নয়ন নীরে,
রক্ত দিল যারা দেশের তরে
আসিবে কি কভু ফিরে?

প্রাণ দিল যারা, স্মরণীয় তারা
শহীদ তরুণ বীর,
কে আছ জোয়ান হয়ে আগুয়ান
বাঁচাও জম্মু-কাশ্মীর।

কত তাজা প্রাণ হল বলিদান
বারুদ বিষ্ফোরণে,
সন্তান হারানো মায়েরা কাঁদিছে
অশ্রু বহিছে নয়নে।

দেশের মাটিতে বিদেশীরা এসে
বারুদের ঝড় তুলে,
দেশের শত্রু জাতির শত্রু
যারা আছে এর মূলে।

হয়েছে সময় আর দেরী নয়
শত্রুরা হাসিছে পারে,
দেশ সীমানায় নিরাপত্তা চাই
দাও বেড়া কাঁটাতারে।

হারিনি আমরা, পারিনা হারিতে
সংগ্রামে জয়ী হই,
শত্রুদের সাথে করিব সংগ্রাম
মৃত্যুভয়ে ভীত নই।

লেখনী আমার, কাঁদিছে আজিকে
লিখে নয়নের জলে,
অশ্রুসিক্ত আজি, কাশ্মীরের মাটি
কবিতায় কথা বলে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-০২-২০১৯ | ১০:৩৪ |

    দুঃখজনক ঘটনা। শোক-সন্তপ্ত পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাই। Frown

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২০-০২-২০১৯ | ১৩:২২ |

    কত তাজা প্রাণ হইল নিষ্প্রাণ
    ছিন্নভিন্ন কত প্রাণ,
    দীপ্ত পুলকেতে গাহিল সকলে
    জীবনের জয়গান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২০-০২-২০১৯ | ১৪:১৫ |

    ঘটনাটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। কিছু বলার ভাষা নেই।

    GD Star Rating
    loading...
  4. সাজিয়া আফরিন : ২০-০২-২০১৯ | ২০:৫৪ |

    বারুদের ধোঁয়ায় আঁধার। সম্প্রতি ঘটে যাওয়া ভারত-পাকিস্তান ট্র্যাজিডী বেদনাদায়ক। Frown

    GD Star Rating
    loading...