বারুদ মাখানো কবিতার পাতায়
লক্ষ্মণ ভাণ্ডারী
বারুদ মাখানো কবিতার পাতায় লেখনীর ঘষা লেগে,
দিকেদিকে আজ আগুন জ্বলুক সারাদেশ উঠুক জেগে।
বন্ধু! তুমি কি ক্ষুধায় কাতর? মুছে নাও চোখের জল,
কবিতার পাতায় বিদ্রোহ আজি জাগো ক্ষুধিতের দল।
ক্ষুধার অন্ন পায় নাকো যারা, থাকে যারা অনাহারে,
ঘুমন্ত পৃথিবী জেগে উঠে আজ ক্ষুধিতের চিত্কারে।
ক্ষুধার অন্ন কেড়ে নেয় যারা, কেড়ে খায় মুখের গ্রাস,
দেশের শত্রু জাতির শত্রু, ওরা করে দেশের সর্বনাশ।
ক্ষুধাতুর মানুষ চায় শুধু আজ এক মুঠো ভাত একটু নুন,
ক্ষুধার জ্বালা সহিতে পারে না ক্ষুধিত পেটে জ্বলে আগুন।
অসহায় মানুষেরা মরিছে ক্ষুধায়, কাঁদিছে ক্ষুধার জ্বালায়,
ক্ষুধিতের দল জাগুক আজিকে আমার কবিতার পাতায়।
ক্ষুধার আগুন জ্বলিছে আজিকে বিদ্রোহ দিকে দিকে,
লালে লাল হয়ে হাসিছে অরুণ ক্ষুধিতের খুন মেখে।
কবির লেখনী বিদ্রোহী আজিকে বারুদের পরশ পায়,
বারুদ মাখানো কবিতার পাতায় বিদ্রোহের গান গায়।
loading...
loading...
"ক্ষুধাতুর মানুষ চায় শুধু আজ এক মুঠো ভাত একটু নুন,
ক্ষুধার জ্বালা সহিতে পারে না ক্ষুধিত পেটে জ্বলে আগুন।
অসহায় মানুষেরা মরিছে ক্ষুধায়, কাঁদিছে ক্ষুধার জ্বালায়,
ক্ষুধিতের দল জাগুক আজিকে আমার কবিতার পাতায়।"
চিরন্তন যেন এক শাব্দিক দ্রোহের এই কবিতা। নিরন্তর শুভেচ্ছা মি. ভাণ্ডারী।
loading...
কবিতাখানি দারুণ হয়েছে প্রিয় কবি দা।
loading...
বারুদ মাখানো কবিতার পাতায় লেখনীর ঘষা লেগে,
দিকেদিকে আজ আগুন জ্বলুক সারাদেশ উঠুক জেগে।
বাহ্। অসাধারণ একটি দ্রোহের কবিতা। অভিনন্দন কবি লক্ষ্মণ দা।
loading...
সত্যের পক্ষে বিদ্রোহ হোক।
কবিতার বিষয় ভালো লেগেছে।
loading...
শুভেচ্ছা জানবেন কবি।
loading...