পূব আকাশে প্রভাত হলে
লক্ষ্মণ ভাণ্ডারী
পূব আকাশে প্রভাত হলে
সোনার অরুণ উঠে,
ফুলের বনে পাপড়ি মেলে
ফুলকলি সব ফুটে।
শিশির ঝরে ধানের শীষে
আজকে সকালবেলা,
রোদ হেসেছে নদীর চরে
শালিক পাখির মেলা।
অজয় নদী আপন বেগে
ধাবিছে সাগর পানে,
দুধারে হেরি সোনালী খেত
শোভিছে সোনার ধানে।
অজয় নদী ঘাটের কাছে
বক বসে সারি সারি,
কলসী কাঁখে বধূরা আসে
পরনে হলুদ শাড়ি।
দুপুর হলে নদীর জলে
সকলেই স্নান করে,
চপ্পল পায়ে কেউবা আসে
লুঙি ও গামছা পরে।
জেলেরা দেখি মাছ ধরিছে
জাল ফেলে নদীজলে,
সাদা বকেরা পাখনা মেলে
আশমানে উড়ে চলে।
পড়িল বেলা সোনালী সূর্য
পশ্চিমে পড়িছে ঢলে,
দিবস শেষে পাখিরা নীড়ে
মেতে ওঠে কোলাহলে।
নদীর চরে আঁধার নামে
সানাই বাজিছে সুরে,
নির্জন ঘাটে রাত্রি নামিল
শৃগাল কাঁদিছে দূরে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুভেচ্ছা মি. লক্ষ্মণ ভাণ্ডারী।
loading...
আন্তরিকতায় প্রীত হলাম।
আপনাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
loading...
চমৎকার হয়েছে প্রিয় কবি ভাই।
loading...
মন্তব্য পাঠে মুগ্ধ ও আবেশিত হলাম।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। অভিনন্দন সহ-
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
loading...
কবিতার ছন্দ শব্দ শৈলী তে দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি লক্ষ্মণ।
মন্তব্য প্রতি-মন্তব্যে আমাদের প্রত্যেকের ব্লগ থাকুক মুখরিত। অভিনন্দন।
loading...
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রীত হলাম। শুভেচ্ছা জানাই।
আন্তরিকতায় প্রীত হলাম। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
loading...