অশ্রু দিয়ে লেখা কবিতা

অশ্রু দিয়ে লেখা কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী

অন্ধ কানাই গান গেয়ে যায়
হাট কবিতার পাতায়।
অন্ধ জনক জননীরে হেরি
রামায়ণে কাব্যগাথায়।

অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্র যিনি
জননী গান্ধারীর পতি,
অন্ধ চৈতালী যাত্রাপালায়
দৃষ্টিহীনা হলেও সতী।

অন্ধ সমাজের অন্ধকারে কত
কাঁদে অভাগিনী নারী,
স্বজন-হারা স্বামী-পুত্র সংসার
কভু কি ভুলতে পারি?

না ফোটা ফুলের কলিরা যত
আঁধারেই ঝরে যায়,
রাতের আঁধারে রজনীগন্ধারা
নীরবে অশ্রু ঝরায়।

অশ্রু ঝরানো সোনালী প্রভাতে
সংবাদ পৌঁছায় দ্রুত,
আসে নিকো ফিরে কলেজ হতে
তরুণীরা কত শত।

নিরুদ্দেশ হয়েছে কত তরুণী
কেবা রাখে সে খবর,
হিসাব রাখি না ওদের কারা
দিয়েছে জীবন্ত কবর?

সবুজ মাটিতে কেন রক্তে সিক্ত
এ মাটি মায়ের আঁচল,
পারি না লিখতে ওদের কবিতা
চোখ বেয়ে আসে জল।

অশ্রু সজল কাব্য লিখে কবি
কবিগণও আজ অন্ধ,
পিস্তল ও ছুরির বাহাদুরি আজ
বাতাসে লাশের গন্ধ।

অশ্রু দিয়ে লেখা হয়েছে জানি
আমার কবিতা কত,
অশ্রু ঝরা নারী হৃদয়ের ব্যথা
জমা হয় অবিরত।

কবির লেখনী বিদ্রোহী আজিকে
শুনি আজ পেতে কাণ,
বিদ্রোহীনী নারী জেগেছে আজি
হও সবে সাবধান।

কবির লেখনী ক্লান্ত আজিকে
সময়ের কথা বলে,
এসেছে সময় বিদ্রোহ করো
এই ধরণীর তলে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মিড ডে ডেজারট : ৩১-০১-২০১৯ | ২২:০৬ |

    আমার বেশ লেগেছে। তবে কবিতার চেয়ে বেশি গান হিসেবে। পুরান কিছু শব্দ যেমন "হেরি" আধুনিক কবিতায় স্বস্তিতে থাকেনা; কিন্তু গানে বেটার অবস্থায় থাকে। লেখার ধরণটাও গানের মতো লেগেছে। 

    সার্বিক বিবেচনায় পাঠক মুগ্ধ হবে!

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ৩১-০১-২০১৯ | ২২:১৬ |

    উপরের মন্তব্য দাতার মন্তব্যের সাথে আমি একমত মি. লক্ষ্মণ ভাণ্ডারী।

    ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো আপনার জন্য।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ৩১-০১-২০১৯ | ২২:৪৪ |

    শব্দনীড় এ আপনার প্রোফাইল পড়েছি লক্ষ্মণ ভাণ্ডারী দা। ভালো লিখেছেন। আশা করি ধীরে ধীরে আধুনিক ধারার আরও লেখা পড়ার সুযোগ হবে আপনার মাধ্যমে। শুভেচ্ছা। Smile

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ৩১-০১-২০১৯ | ২৩:২৫ |

    ছন্দ লয়ে'র লেখা পড়তে ভাল লাগে। অভিনন্দন কবি দা। Smile

    GD Star Rating
    loading...
  5. দীপঙ্কর বেরা : ০১-০২-২০১৯ | ৮:৫১ |

    ভাল হয়েছে 

    GD Star Rating
    loading...