মার্চের অসুখ

মনে আছে, সে-বছর তোর ভীষণ অসুখ?
দিবারাত্র কষ্ট, খিদে নেই ঘুম নষ্ট –
এক অসহ্য সুখে তোর পুড়ে যেত বুক।

শোনিত মধ্যে ফুলে ভরা আস্ত একটা মার্চ গাছ
মাথা দোলাত হঠাৎ হঠাৎই হাওয়ায়
হাওয়ারও বিরাম ছিল না দু’বাড়ি আসা-যাওয়ায়

তোর মাথার ভেতর, নিঃশ্বাসে তখন একটাই নাম
বললাম, ভালো নয়, অহেতুক এ মর্ষকাম –

রক্তে পোঁতা অমনি দুলে উঠল চিরকালীন গাছ
আমার চোখে শেকড় চারিয়ে গেল
বললি, মার্চ! ও মার্চ! মার্চ – ভালোবাসলাম
তুই দিয়েছিলি এই নামের ইনাম

তথাপি কখন তোর সেরে গেল সব অসুখের সুখ
ইদানীং আর মাটিতে পড়ে না পা –
আজ লালফুলী মার্চ, কাল শুধু ঝরাপাতা

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
মার্চের অসুখ, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৩-২০২৩ | ১০:৫৭ |

    তথাপি কখন তোর সেরে গেল সব অসুখের সুখ
    ইদানীং আর মাটিতে পড়ে না পা –
    আজ লালফুলী মার্চ, কাল শুধু ঝরাপাতা … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...