প্রাণ আজও আছে বলে
খিদের অবিনাশী পাত্রে শব্দ ওঠে – ভাত দে – ভাত দে – ভাত
কালো ছায়ার ফেনা মাথার উপর দাঁড়িয়ে
তিনপা মাপার নিপাট অভিনয়ে
দাবি করছে সমস্ত রাজপাট।
আমি বিশ্বাস করিনি সে সর্বগ্রাসী রূপ,
দেখি বন্ধুদের চোখে জাগিয়ে তুলেছে সেই ছায়া।
এরপর আর কোন্ কররেখায় মাপি আলো?
এই ঘনঘোর রাতে এসেছি হেঁতালের বনে,
ভেবেছি ভালো হবে
লোহার বাসরঘরের সব ছিদ্র বেঁধে ফেলবে
অশ্রু লুকিয়ে তৃতীয় নয়নে
সব পাপ, সব ভোগবন্দনার মানুষী লোভ
ভেঙে দেয় বেঁধে বেঁধে থাকার সব শেকল।
লুকোনো অশ্রু এবার আগুন জ্বালো
জৈষ্ঠ্যের দায়হীন আঁধারে পুরোনো নদীজলে
ডুবিয়ে দিই অহঙ্কারী উপবীত, তবু আছে আমারও দায়
আর কেউ যেও না – আর কেউ যাবে না অসময়ে
ভাতের হুতাশে বা মারীর গ্রাসে
দেখে যেতে চাই –
সব রঙিন অক্ষর আকাশ সাজায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমি বিশ্বাস করিনি সে সর্বগ্রাসী রূপ,
দেখি বন্ধুদের চোখে জাগিয়ে তুলেছে সেই ছায়া।
এরপর আর কোন্ কররেখায় মাপি আলো?
অনেক অনেক সুন্দর একখানা কবিতা প্রিয় কবি। শব্দনীড়ে আপনাকে স্বাগতম।
loading...
স্বাগতম কবি
loading...