ওগো প্রেয়সী!
আমি ভালবাসি তোমারই টানা দুটো আঁখি,
যা আমায় সর্বক্ষণ গোয়েন্দাদের
গোপন ক্যামেরার মত ছবি তোলে।
ভাললাগে মুহুমুহু আকুল করা
মিষ্টি গন্ধ শুকতে তোমার রেশমি চুলে।
তোমারই মায়াবী হাসি
যা দেখে হয়েছে মন আত্মভোলা,
ভালবাসি ভালবাসি,
সব ছেড়ে দিয়ে ইচ্ছে করে
থাকতে তোমার পাশাপাশি,
তবে কেন জানি খুব ভয় হয়,
যদি কভু তোমায় হারাতে হয়।
আমি আর হারাতে চাই না কিছুই,
হারাতে হারাতে আমি যে –
শেষ গন্তব্যে এসে গেছি,
আর কিছু না চাই তোমার কাছে,
শুধু পরানের ভালবাসা টুকু যাচি।
জানি, বুকে পাথর দিয়ে
কঠিন বাস্তবতা মেনে নিতে হয়।
সব ভালবাসা যে মিলন হবার নয়,
তবুও চাই তোমার আমার ভালবাসা
থাকুক হৃদয়ের ছোট্ট কুঠিরে বন্দী,
বেচে রবে আজীবন হয়ে প্রেম বিরহের সঙ্গী।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
টাফ্ রোম্যান্টিক। গ্রেট মি. হাসান আল মাহদী।
পরপর দুটি পোস্ট শেয়ার না করে কিছুটা বিশ্রাম দিয়ে দ্বিতীয় পোস্ট প্রকাশ করলে; পাঠক চোখ আনন্দিত হয়। শুভেচ্ছা। 
loading...
ধন্যবাদ, শুভেচ্ছা নিবেন
loading...
চলনসই লেখা।
loading...
ধন্যবাদ প্রিয়,, দোয়া চাই শুধু
loading...
মুগ্ধ হলাম কবি ভাই। নির্মল ভালোবাসা।
loading...
ধন্যবাদ ভাই,, দোয়া করবেন।
loading...