মাঝরাতের শহর

নিস্তব্ধ নিরব মাঝ রাতের এই শহর
শীতের এই সময়ে ঝেকে বসেছে
চারপাশে ঘন কুয়াশার চাদর,
নিভু নিভু আলোতে একলা বারান্দায়
একরাশ কষ্ট আর নিকোটিন এর ধোঁয়ায়
কাটছে নির্ঘুম রাতের প্রহর।

মাঝরাতের এই শহর বড় অচেনা লাগে
কোথাও নেই কোনো কোলাহল,
নেই কোনো ব্যস্ততার শোরগোল !
তবে মাঝে মাঝে গলির কুকুরগুলো
ঘেউ ঘেউ আওয়াজ করে জানান দেয়
তারাও যেন না ঘুমানোর দল।

এই ব্যস্ত শহরে যখনি রাত নামে
নিয়ন বাতির হলুদ আলোতে
সব কিছু যেন পাল্টে যায়,
রাস্তার ধারে, ফুটপাতে কিংবা
কোনো দামী হোটেলে যৌনতার আদিম
খেলায় কেউবা সুখ খুঁজে পাই।

মাঝ রাতের শহর টা আমার কাছে
বড় অগোছালো স্বার্থপর মনে হয়,
তোমার স্মৃতি গুলো হাতরে বেড়ায়,
জানি, তুমি বেমালুম ভুলে গেছো আমায়
সুখের তরে মানুষ এভাবে বদলে যায়!!
তবুও আমি আশায় থাকি তোমার অপেক্ষায়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩১-০১-২০২০ | ১২:১১ |

    আপনার লিখাটি পড়লাম। বেশ ম্যাচিউরড মনে হলো। হওয়াটাই স্বাভাবিক। কেননা শব্দনীড়ে আপনার প্রোফাইল পড়েছি আগেই। অভিনন্দন মি. হাসান আল মাহদী। Smile

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ৩১-০১-২০২০ | ১৯:১৫ |

    চমৎকার কবি হাসান আল মাহদী ভাই। একটানা দুইটি কবিতা পড়ে ফেললাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ০১-০২-২০২০ | ১৯:৪৫ |

    মনোমুগ্ধকর উপস্থাপন, শুভ কামনা অহর্নিশি।

    GD Star Rating
    loading...