বুকে জমে আছে শ্রাবস্তীর ইতিহাস
বয়ে গেছে কত অলকানন্দার জল
ভেসে যাওয়া দিনের শুভ্র মেঘের দল
শ্যামল গাঢ় হয়ে ঝরে ঝড়ের কোলাহলে;
বেঁচে থাকা দিনে তপ্ত বালির দহন
থেকে থেকে আজ জীবনের কথা বলে।
কাব্যের প্রেমে শব্দের সংস্কারে
ক্লান্তির ফুল ঝরে পড়ে আঙ্গিনায়
জাগ্রত প্রেমের প্রার্থনা সঙ্গীত
পার্থিব সুখ খোঁজ করে দ্রাঘিমায়।
আমাদের দেখা তিমির তাম্রলিপি
লুকিয়ে রেখেছি পৃথ্বীর গহীন বুকে
অজানা আগামী খুঁজে পাবে একদিন
প্রেমের যুগল উড়েছিলো কোন সুখে।
সূর্যের বুকে গ্রহণ যখন হয়
চাঁদের অলো পায় না ধরণী
বিকাশিত ক্ষণ স্থবির পাথর হয়ে
খোঁজ করে শুধু তৃষিত মরমী।
চোখের কোণে সলিল মুক্তো তবু
বিলোড়ন হয় মনের সবুজ ছায়ায়
আমাদের মাঝে বৈশাখ থেকে বিচ্ছেদ
এনে দিয়েছিলো বিধাতা অনেক মায়ায়।
======================== ♣
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর উপস্থাপন ! একরাশ মুগ্ধতা l
loading...
কাব্যের প্রেমে শব্দের সংস্কারে
ক্লান্তির ফুল ঝরে পড়ে আঙ্গিনায়
জাগ্রত প্রেমের প্রার্থনা সঙ্গীত
পার্থিব সুখ খোঁজ করে দ্রাঘিমায়। ___ চমৎকার শব্দ কাব্য। অভিনন্দন প্রিয় কবি।
loading...