নিঃশব্দের শব্দঋণ জমে আছে
বুকের গভীরে গাঢ় রাতের মত,
চোখের কোণে টলটলে বৃষ্টিজল তবুও
কোথাও বৃষ্টি হয়নি;
অাশাহত স্নিগ্ধতা জেগে আছে অপ্রাপ্তির সবুজ ঘাসে।
একদিন সোনালী বিকেলে হলুদ পাখি
হারিয়েছে তার নীড়ে ফেরার স্বাধীন ইচ্ছা,
একদিন ঘরের চৌকাঠ পেরিয়ে দেখি
উঠানের কোলঘেঁষা কৃষ্ণচূড়া গাছটি শুকিয়ে গেছে,
একদিন সিগারেটের ধোঁয়া অাটকে পড়ে
বুকের ফুসফুসবিহীন চিন্তার জালে,
একদিন মৌলিক রঙে সমস্ত অতীত
শব্দঋণ জন্মদেয় নিঃশব্দের ক্ষরণে
একদিন…
একদিন…
এক একটি দিন…
সব কিছু ফেলেদিয়ে রাত্রি ডেকে আনে
আমি গভীর অন্ধকারে পা ভিজিয়ে বসে থাকি
আমি নীরবতাকে দু’হাতে ঢেকে দেই
আমি আনন্দের বিষণ্ণচিত্তে ভেঙে দেই শালিকের নীড়
আমি…
আমি…
আমিই আমার..?
আমার সকল ক্লান্ত বাতাস
অামার সকল পৌঢ় ছায়া
আমার সকল শিকারী সময়
আমার সকল সবুজ পাতা
আমার সকল স্বপ্ন জন্ম লয়
নিঃশব্দের শব্দঋণে জমে আছে
বুকের গভীরে গাঢ় রাতের মত
তোমার শান্ত দিনের রোদের অালোয়
নিঃশব্দতার ক্ষয়।
======================♠♠
loading...
loading...
নিঃশব্দের শব্দঋণে জমে আছে

বুকের গভীরে গাঢ় রাতের মত
তোমার শান্ত দিনের রোদের অালোয়
নিঃশব্দতার ক্ষয়।
======================♠♠
loading...
খুব সুন্দর অনুভূতি
loading...