নীল খামে ভরে পাঠিয়েছিলে যে ভালোবাসা
আজ তাকে মনে হয় কলমী লতার ফুল
ভেসে থাকা প্রাণ চোখের জলের সাথে
স্বপ্নের মাঝে হারায় অমরাবতী।
ফাগুনের আগুনে হৃদয়ে দাবানল
সবুজ পাতারা হলুদ হয়ে ঝরে
তোমার আমার জীবনের দোলাচল
অচল গল্পের মুলতবি টেনে আনে।
রাতের আকাশে আঁধারের ঘোরে
নক্ষত্রপথে চপলা চঞ্চল আলো,
দূর থেকে দেখে তৃষ্ণা শুধুই বারে
তার থেকে ভালো, হয়ে যাও এক নদী
সম্পূরক প্রেম ভাসে যাবে নোনা জলে।
শরাবের পেয়ালায় একাকি মানব জাগে
শিহরণ খোঁজে লাজুক রাঙা জলে
খাঁচায় বন্দী ময়না পাখিটা আজ
শেখানো কথা নিজেকেই নিজে বলে।
এখনো ফাগুনের হয়নি অবসান
শুকানো পাতা পায়ের চাপে ভাঙে
অঙ্গনে থাকা নীল হওয়া কলমী ফুল
চিরবিদায়ের সুর জাগে তার গানে।
======================= ♥
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অঙ্গনে থাকা নীল হওয়া কলমী ফুল … চিরবিদায়ের সুর জাগে তার গানে।
loading...
Awesome writen
loading...