এক টুকরো সুখ ঠোঁটে উড়ে যায় পাখী
শূণ্যতাকে সাথে নিয়ে জাগে তার আঁখি
নীল অাকাশ ললাট তাঁর, চাঁদ হয় টিপ
সরোবরে জমানো স্বপ্ন হয়েছে অলীক
অলীকতায় হৃদ পোড়ে ভীষণ সকালে
ঝরে পড়া অশ্রুর দাগ জমেছে কপোলে।
আছে ডানা, আছে চোখ, সাথে বাসনা
উড়িতে পারেনা তবু, কারণ অজানা
অজানা সে পথে পথে সমাজের মুখ
সমাজ দেয়না কোন রোগের অসুধ
পুরুষ দাঁড়িয়ে আজ ভিন্ন ভিন্ন মতে
ভাগ্যবিধাতা চলে বাতাসের রথে।
তবু হাতে বরমাল্য হবে বলো কার
প্রেমের অঙ্কুর রূপ ভূমিতে যাহায়!
তুমি আছো, আমি আছি অার আছে মায়া
তবুও চলতি পথে সাথী শুধু ছায়া
শীতল জলের স্রোত পাহাড়ের বুকে
পাহাড়টা উদাসীন ঝর্নার সুখে।
খরস্রোতা নদীর মত সকল জীবন
ভাসায় স্বপ্ন সুখ, হৃদয় অার মন
তবুও সুখের খোঁজ করে কেন অাঁখি?
সব সুখ নিজ বুকে জানে না কী পাখী!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দারুণ অসাধারণ শব্দচয়নে মুগ্ধতা জানালাম প্রিয় কবিবন্ধু খেয়ালী মন।
loading...
অনন্যসুলভ উপস্থাপন ।
loading...