হেমন্ত বিলাপ

12631_o

যাবার বেলায় বলেছিলে
ফিরে আসবে হেমন্তের ফসল ঘরে তুলতে,
ফিরে আসবে মাঠের পাকা ফসলের বুকে,
ফিরে আসবে শরীরে জেগে ওঠা শিশিরের ঘ্রাণ পেতে।
সেই থেকে প্রতিটি হেমন্তের আগমনে ফসলের বীজকোষে
আমি কৃষাণি হয়ে যাই। অপেক্ষার প্রহরে পাতার ফাঁকে রাতের
শিশিরজলের প্রত্যাশা নিয়ে বসে থাকি তোমার রেখে যাওয়া
প্রেমের ভ্রুণকে বাঁচিয়ে রাখবো বলে।

ফিরে অাসবার আগে
সব কিছুরই একটি আগমনী গান থাকে
নিজেকে জানান দেবার জন্য;
তেমন কোন সুর আজো শুনতে পাইনি
তোমার রেখে যাওয়া লতা কিংবা বৃক্ষের শাখায়;
দেখাতে পারোনি আজো গৃহস্থের পূর্ণ ফসলের ডোলা।

তবু কোনদিন কারো কাছে বলিনি সোনালী ফসলের মাঠে
হয়নি কভু চোখ মেলে চাওয়া, হয়নি নগ্ন পা’য়ে ছুঁয়ে দেখা
সবুজের শীতল তরল, যে তরল তপ্তরূপে শুষে নেয়
বুকে থাকা জমাট শ্যামল।
শুধুই জেনেছি আমি, পাকা ফসলের ঘ্রাণ
সময়ের ভারে ক্ষয়ে ক্ষয়ে পড়ে জমিনের বুকে।

তবু কোনো বোধনের সুরে ডাকি’নি তোমায়;
সুখের দ্রুপধি স্বপ্ন ভেঙে যাবে বলে। যেমন
হেমন্ত তার সুখস্পর্শ ভেঙে চলে যায়
পৌষ’এর কুয়াশার কাছে।
প্রতিটি শরৎ শেষে উত্তরায়ণে থাকে তনু;
পেতে চায় কিছু হেমন্তে জড়ানো থরথর
সুখের কম্পন হৃদয়ের অাঙ্গিনায়।

মৃদু উষ্ণ শিশিরে জড়ানো মন
নতুন বীজের স্বপ্নে ঝেরে ফেলে
জীবনের যত শব চিটাধান।
এখনো তোমার শরৎ পথের
হয়নি কী অবসান!!
এ গাঁয়ে এখনো মাতাল ঘুঙুর হেমন্তের পা’য়ে
কামনার নৃত্যে বাজে,
এ গায়ে আবারো জরানো চাঁদের আলোতে তারাদের সাথে
রাতজাগে কুমারীর লাজে।

ভিনদেশী তারা বসন্ত দিনের সাথী, সঞ্চিত করো প্রেম সুধা তব
হৃদয়ে হেমন্ত ডাকি
ফিরলে কুলায় দেখতে পাবে, কার্তিক মাসের দ্বাদশীর চাঁদে
জেগে আছে দুৃ’টি অাঁখি ফসলের অাগমনে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-১০-২০২০ | ১০:৫২ |

    "যেমন হেমন্ত তার সুখস্পর্শ ভেঙে চলে যায়
    পৌষ’এর কুয়াশার কাছে।
    প্রতিটি শরৎ শেষে উত্তরায়ণে থাকে তনু;
    পেতে চায় কিছু হেমন্তে জড়ানো থরথর
    সুখের কম্পন হৃদয়ের অাঙ্গিনায়।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২৩-১০-২০২০ | ১১:৩১ |

     আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

    GD Star Rating
    loading...