সাপের খামারে শাপ বন্দি খেলা
ঘুম ঘরে হয় নিত্য দিনের আসর,
আমাদের আছে সৌখিন আলোর ঘর
ভালোবাসা সব সাজানো ড্রয়িং রুমে।
নগ্ন বালিশে একাকি মানুষ জাগি
সাপের খামারে জনতার কোলাহল,
অাকাশ নীলে আকাশ কুসম স্বপ্ন
পাওয়া না পাওয়ার হিসাবের খতিয়ান।
আমাদের মাঝে শর্তবিহীন যত শর্ত
সব কিছু আজ শব হয়ে ভাসে গাঙ্গে,
ক্ষয়ে যাওয়া যত পৌরাণিক প্রতিবিম্ব
বেলা অবেলায় ভেসে গেছে প্লাবনে।
হীম ঘরে পরে অাছে, হৃদয়ের কথা
শরীর শুধু কাগজে কলমে মানুষ;
ভালোবাসা কিছু অামিও বুঝি বন্ধু
অন্ধের কাছে মূল্যহীন সফেদ বকুল।
উৎপীড়নে পদ্যের ফাঁকা বুলি
মগজের কোষে বাড়ায় শিহরণ,
আমাদের মাঝে যোগফল বলে কিছু নেই
তবুও ডাহুক মাঝরাতে ওঠে ডাকি…..
জেনেটিক রোগে ভেঙ্গে যায় সব সন্ধি
মননে ক্ষরণ প্রবল বাতাসে ওড়ে;
সাপের খামারে বিষধর যত সাপ
বিষের সূতায় তোমাকে আমাকে জোড়ে।
যুগল ডানায় যুগলবন্দী সুরে
চলে যাওয়া দিন ফিরে না আপন নীড়ে,
শাপ গুলো যত সাপ হয়ে যায় কুরুক্ষেত্রে
স্বপ্ন লিপ্ত জীবনের দ্বন্দ্ব যুদ্ধে।
মুখগহ্বরে সুখের তেতো স্বাধ
বিষের সূতায় জোড়ানো সব ক্ষত;
ব্যথার আগুন পোড়খাওয়া দীর্ঘ রাত
বিধাতার কাছে করেছিলো মাথানত।
তবুও ঘরের দক্ষিণের বারান্দায়
তুমি আমি মিলে সাপের খামার গড়ি,
বিভাজনের টানে সরল পথের ধাঁধায়
শাপ গুলোর শব বাক্স বন্দি করি।
=============================♣♠
loading...
loading...
আপনার প্রতিটি কবিতার ফরমেট অনন্য এবং ভীষণ আন্তরিক আবাহনের। পড়তে বা মনে মনে আবৃতি করতে ভালো লাগে। শুভেচ্ছা প্রিয় শব্দনীড় বন্ধু … প্রিয় খেয়ালী মন।
loading...
দারুণ রূপকাশ্রিত কবিতা
loading...
চমৎকার অনুভূতির প্রকাশ কবি দা
loading...