বাবা দিবসে ... বিনিদ্র রাতের ভাবনা

স্তব্ধ শ্রাবণ রাতে
পেলাম না কবিতার দেখা,
মেঘেদের ডাকে বিদ্যুৎ রেখায়
অালোর নৃত্য চলে অন্ধকারের দুয়ারে।
মনে পড়ে……
বাবার বা হাতে আমার ডান হাত বন্দী
বাবা ডান হাতের ছাতাতে বৃষ্টির ঝাপটা সামলাতেন
আমার চেষ্টা ছিলো হাত মুক্ত করে এক দৌড়ে
পাকা রাস্তায় যাবো।

ভবিতব্য এনে ছেড়ে দিয়েছে
বর্তমানকালের চৌরাস্তা মাঝে;
বাবার ছাতাটি আজ আর কোথাও খুঁজে পাই না
আমার ছাতার নীচে নতুন প্রজন্ম সেই একই গল্পের নতুন শিল্পী।

বর্ষায় যেমন পুরাতন হলুদ পাতা খসে পড়ে মাটির বুকে তেমনি
স্মৃতির পাতা খসে খসে জন্ম নিচ্ছে আগামী প্রজন্ম

তবু কিছু রেখেছি মুষ্টিবদ্ধ হাতে….
পুরাতন গান নতুনের খাতায় কালো কালিতে এঁকেছি
বাবার চশমার মোটা ফ্রেমটির আমার চোখে
থেকে গেছে!
থেকে যায়?

অামার ছেলেবেলা রাতের শিশির হয়ে সবুজ ঘাসে ঝড়ে পড়ে
বাবার চশমা অমূল্য ভালোবাসার স্মারক বানিয়ে হৃদয়ে জমা রেখেছি
যখন সারা রাত জেগে বসে বসে
শিকড়ে স্মৃতির গল্প খুঁজি
গল্প খুঁজি!
জীবন খুঁজি?

শ্রাবণে রাতের মত আমিও রাত হয়ে যাই
চোখের বৃষ্টিজল শ্রাবণ রাতের বৃষ্টিজলে ধুয়ে নিয়েছি
আমি!!
খাঁচায় আমি?

বাবার সেই পুরাতন সাদা পাঞ্জাবি
কোথায় যেন হারিয়ে ফেলেছি
সেই থেকে…….. সেই থেকে
রক্তজবা চোখে নিয়ে বসে আছি…
আমার আর ঘুম আসে না।
==================♣♠

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. নিতাই বাবু : ১৩-০৮-২০২০ | ১০:৫১ |

    বাবার বা হাতে আমার ডান হাত বন্দী
    বাবা ডান হাতের ছাতাতে বৃষ্টির ঝাপটা সামলাতেন।

    আপনার লেখা কবিতা আমার মনটাকে নাড়িয়ে দিলো, শ্রদ্ধেয় কবি। মনে পড়ে গেল আমরা বাবার কথা। 

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।       

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৩-০৮-২০২০ | ১২:১৭ |

     অসাধারণ উপস্থাপন I পড়ে ভালো লাগলো l 

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ১৩-০৮-২০২০ | ১২:৩৫ |

    বেশ অনুভূতির প্রকাশ কবি দা

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ১৩-০৮-২০২০ | ১৭:৫০ |

    "সেই থেকে…….. সেই থেকে
    রক্তজবা চোখে নিয়ে বসে আছি… আমার আর ঘুম আসে না।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  5. মাসুদুর রহমান (শাওন) : ১৪-০৮-২০২০ | ৮:৪৫ |

    এভাবেই কত রাত কেটে ভোর হয়……….

    GD Star Rating
    loading...