মেঘ ফিরে যা আপন দেশে

মেঘ বাতাসে ভেসে ভেসে – আজ শ্রাবণে বৃষ্টি ঝরে
বৃষ্টি পরে চোখের পাতায় – কাঁপন জাগে বুকে ভাঁজে।

চাইনা আমি বৃষ্টি নামুক – এ শহর আজ বদ্ধপুকুর
বৃষ্টি হলেই শহর জুরে – নোংরা জলের বন্যা হবে

মেঘ চলে যা পাড়ার দেশে – ঝড়না যেথায় শীতলপাটি
ভিজবো আমি রোদের তাপে – পুষবো বুকে মরুভূমি।

বৃষ্টির জল ধুয়ে দিলে – যত্নে রাখা কষ্ট গুলো
কোথায় তাকে রাখবো আমি – নীলাভ ভূমী সফেদ হলে!

স্মৃতি গুলো বৃষ্টি মেখে – মাটির বুকে পরলে গলে
উদাস দুপুর কাকে নিয়ে – ঘুমপাড়ানি গল্প হবে?

বুকের ভিতর বৃষ্টি পরে – হৃদয় যদি যায় ভেসে আজ
কোন ঘাটেতে ফেলবো নোঙর – হারাই যদি সেই ঠিকানা।

মেঘকে লেখা চিঠি গুলো – যত্নে ঘুমায় বুক পকেটে
বৃষ্টিতে তা ভিজে গেলে – সকল প্রণয় মূর্ছা যাবে।

চোখের কোনে বৃষ্টি ফোঁটায় – অশ্রু যদি যায় ভিজে আজ
কি দিয়ে আর গাঁথবো মালা – ফুল গুলো সব ভ্রুন পোষে।

মেঘ চলে যা আপন দেশে – যেথায় চাতক তোকে খোঁজে
শহরটা আজ তপ্ত আপোষ – বুকে চিতিয়ে করবে ধারন।

চাইনা আমি বৃষ্টি নামুক – সবার চোখে কান্নার রঙ
বৃষ্টি হলেই শহর জুরে – নীল, বেগুনী বন্যা হবে।

================================♥♥

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৮-২০২০ | ৮:৫৩ |

    'বুকের ভিতর বৃষ্টি পরে – হৃদয় যদি যায় ভেসে আজ
    কোন ঘাটেতে ফেলবো নোঙর – হারাই যদি সেই ঠিকানা।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ০৩-০৮-২০২০ | ৯:৪৫ |

    চমৎকার একটা কাব্যপাঠ করলাম কবি দা
    অনেক  অনেক ঈদ মোবারক জানাই
    নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–

    GD Star Rating
    loading...
  3. মাসুদুর রহমান (শাওন) : ০৩-০৮-২০২০ | ১৪:৩৯ |

    “চাইনা আমি বৃষ্টি নামুক – সবার চোখে কান্নার রঙ
    বৃষ্টি হলেই শহর জুরে – নীল, বেগুনী বন্যা হবে।”

    GD Star Rating
    loading...