বন্ধুরা
স্বনামধন্য শব্দনীড় বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং শব্দনীড় ব্লগ মডারেটর আমাদের সবার প্রিয় আজাদ কাস্মীর জামান( মুরুব্বী) গত কয়েক দিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন। তিনি আজ সকলের দোয়াতে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ব্লগের সকল বন্ধুদের কাছে তিনি দোয়া চেয়েছেন যেন আতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সরব হতে পারেন।
আমি ভেবে অবাক হয়েছি তিনি এই শারিরীক অবস্থার মধ্যেও শব্দনীড়ে আসতে না পারার জন্য দু:খ প্রকাশ করে যে কথা বলেছেন আমরা তার সেই ইচ্ছার, সেই চিন্তা চেতনার কতটা কাছে আসতে পেরেছি।
আপনাকে সেলুট মুরুব্বী বস্ । সেই সাথে সকলের কাছে আন্তরিক অনুরোধ থাকবে এই পোষ্টের মাধ্যমে আমরা সবাই তার জন্য একবার দোয়া করি।
প্লিজ পোষ্ট আপনার ভালোবাসার অবদানটুকু রাখবেন আশাকরি, যেন তিনি বুঝতে পারেন শব্দনীড় তার পাশে আছে ও থাকবে।
ধন্যবাদ সকলকে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমি ব্যক্তিগতভাবে মহান ঈশ্বরের কাছে আমার শ্রদ্ধেয় মুরুব্বী দাদা’র আশু আরোগ্য কামনা করছি। সেইসাথে শব্দনীড় বাংলা ব্লগের নিবন্ধিত সকল লেখক/লেখিকার কাছে অনুরোধ করছি, আপনারা মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা’র সুস্থতার জন্য প্রার্থনা করবেন। যাতে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের সকলের মাঝে ফিরে আসে।
loading...
সবাই আমার সালাম এবং সম্মান জানবেন।
কার্ডিয়াক এ্যারেস্টে আমার হার্টের একটি অংশ ড্যামেজ বা প্যারালাইসিস হয়েছে। ডিজঅর্ডার। যেখানে স্বাভাবিক রক্ত বা বাতাস চলাচল করছে না। এই ক্ষতির জায়গাটিকে হার্টের ব্লক বলা হয় কিনা আমি জানি না। এটা স্থায়ী ক্ষতি।
দুই সপ্তাহ পর এনজিওগ্রাম করলে হার্টে ঠিক কয়টি ব্লক আছে বা হয়েছে সেটা হয়তো জানা যাবে। আমার শরীর খুব খারাপ। স্মৃতি শক্তি ধরে রাখতে পারছি না। ধীরে ধীরে অনেক কথা অনেক স্মৃতি আমি ভুলে যাচ্ছি।
আমার জন্য দোয়া করবেন। আমার স্ত্রী এবং আমি সহ আমাদের ৩ ছেলে-মেয়ে সহ ৫ জনের দাম্পত্য সংসারে আমরা আজ স্থবির এবং বাকরুদ্ধ। মধ্যবিত্তের একটি সংসারে এমন মারাত্মক দুঃসংবাদ অনেক কিছুই মীন করে।
অনুগ্রহ করে শব্দনীড়কে এগিয়ে নিয়ে যাবেন। এই শব্দনীড় আপনাদের। এর খ্যাতি বা সম্মান একদিনে তৈরী হয়নি। দীর্ঘ ১০ বছরে আপনাদের তিল তিল ভালোবাসায় শব্দনীড় নামের সাহিত্য নির্ভর অলাভজনক, অব্যবসায়িক মুক্তবুদ্ধি চর্চার অরাজনৈতিক একটি প্লাটফর্ম ধরে রাখা কম পরিশ্রমের নয়।
মনে রাখবেন সব ক্রেডিট আপনাদের; আমি শুধু পাশে ছিলাম মাত্র। কৃতজ্ঞতা।
loading...
আপনার জন্য অবশ্যই দোয়া করি মুরুব্বী। আপনি সব সময় ভালো থাকুন।
সুস্থ হয়ে আবার ফিরে আসুন।
loading...
প্রিয় মুরব্বি সাহেব, আপনার আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহুসুবহানা ওয়া তা'আলার কাছে প্রার্থনা করছি । মনকে শক্ত রাখুন ,ধৈর্য ধরুন । বিপদ নিশ্চয়ই কেটে যাবে ।আপনি আবার সুস্থ সুন্দর জীবন যাপন করবেন।
loading...
আমাদের পরমশ্রদ্ধেয় আপনজন আজাদ কাশ্মীর জামান যিনি মুরুব্বী
ছন্দনামে সকলের কাছে অতি সুপরিচিত। তাঁর আকস্মিক
অসুস্থতায় আমরা সকলেই অতি দুঃশ্চিন্তায় আছি।
এখন কিছুটা সুস্থ হলেও দুর্ভাগ্যের মেঘ এখনো কাটে নি।
এমতাবস্থায় তার বিশ্রাম ও চিন্তামুক্ত হওয়া
উচিত বলে আমি মনে করি।
দাদার পাশে আমরা সকলেই আছি, থাকবো।
তাঁর সম্পূর্ণ সুস্থতার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে করজোড়ে
প্রার্থনা করি। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
loading...
* মুরুব্বীর জন্য শুভ কামনা….
loading...
সালাম তাড়াতাড়ি আরোগ্য কামনা করি মহানের দরবারে। সাহস রাখেন অনেকে এই রোগ থেকে সেরে উঠেছেন
ইনশাআল্লাহ বাচ্চাদের দোয়া আল্লাহ কবুুল করাবেন।
loading...
পোস্টটি নজরে আসে নাই ।বেশ উদ্বিঘ্ন ছিলাম আজাদ সাহেবের শারীরিক অবস্থার আপগ্রেড না জেনে । মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই তার অপার রহমতে আমাদের সবার প্রিয় শব্দনীড়ের প্রতিষ্ঠাতা মুরব্বি সাহেবকে দ্রুত সুস্থ করে তুলবেন।
পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
loading...
মুরুব্বী আজাদ ভাই নিশ্চয়ই সুস্থ্য হয়ে উঠবেন। আমরা যেন শব্দনীড়ে তিনি উপস্থিত আছেন এটা মাথায় রাখি।
loading...
প্রিয় ভাই সুস্থ্য হয়ে উঠবেন ইশ্বর প্রার্থনা করি।
loading...
আমরা তাঁকে ভালবাসি। ঈশ্বরের কাছে প্রার্থনা তিনি যেন সুস্থ্য হয়ে আমাদের কাছে ফিরে আসেন।
loading...
দোয়া রাখি।
loading...