অচেনা দর্শনে উড়াল পাখি

অচেনা দর্শনে উড়াল পাখি

হঠাৎ করে বুকের পাঁজরের শ্যাওলা পরা দালান
ভূমিকম্পে নড়েচড়ে উঠে এই বুঝি ভেঙ্গে পরে
এত দিনের চেনা ঘরবাড়ি
জমে থাকা আস্তরনে কে যেন তার
আঙ্গুল দিয়ে লিখে যায়
তোর চোখের ধূলঝড়ে বেঁচে আছি।

দুদিন পরে নতুন কোন ধূলো
আবার গতানুগতিক দিন
আবার সমাজের জীব
সামাজিক মানুষ।

এই মনে পরা ভূমিকম্প থেকে বের হতে পারিনা।
একই আকাশের নীচে আছি বলে..
তার মেঘে আমার সকাল কালো
তার আলোতে আমার চোখে তাপ
তার বৃষ্টি আজো আমায় ভিজায়
তাহার চৈত্রে আমার বুকে জলের ধারা চায়।

এমন করে জীবন কাটে
কেমন করে তাই
ভাবছি বসে নতুন কোন
বৈশাখী ঝড় চাই
আবার মনে পরে যদি
তারে যদি পরে পোড়া চোখের
পাতায় আবেগী কোন ভোরে

সব চেনা বিলীন করে দেব এক অচেনা দর্শনে,
ভীত বুক সেই দিন স্পন্দিত হবে মাদলের তালে তালে
আবার হবে অচেনা দর্শন
তার ঘোর লাগা চোখে
আমি হবো উড়াল পাখি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ০টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৩-২০১৯ | ১৫:১৩ |

    'এই মনে পরা ভূমিকম্প থেকে বের হতে পারিনা।
    একই আকাশের নীচে আছি বলে..
    তার মেঘে আমার সকাল কালো
    তার আলোতে আমার চোখে তাপ
    তার বৃষ্টি আজো আমায় ভিজায়
    তাহার চৈত্রে আমার বুকে জলের ধারা চায়।'

    ___ অসাধারণ এবং সুখপাঠ মি. খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৯-০৩-২০১৯ | ২০:০৬ |

    এমন করে জীবন কাটে
    কেমন করে তাই
    ভাবছি বসে নতুন কোন
    বৈশাখী ঝড় চাই।

    অভিনন্দন প্রিয় খেয়ালী ভাই। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ১৯-০৩-২০১৯ | ২০:১৯ |

    আজকাল যেহেতু খুব কম লিখছেন, ধরে নিলাম বেশ কিছুকাল আগের লেখা। কিন্তু শব্দ'রা পুরোনো হয়নি, অনুভূতিরা হারায়নি, হারাবেও না। শুভেচ্ছা প্রিয় মন দা। কেমন আছেন? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif 

    GD Star Rating
    loading...
  4. নূর ইমাম শেখ বাবু : ১৯-০৩-২০১৯ | ২০:১৯ |

    আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ১৯-০৩-২০১৯ | ২২:০০ |

    ভীষণ কষ্ট কল্পনা কবি খেয়ালী ভাই। সুন্দর থাকুন। Smile

    GD Star Rating
    loading...
  6. সুমন আহমেদ : ১৯-০৩-২০১৯ | ২২:৪৬ |

    কবিতার মাঝামাঝি একটু ছন্দহারা লেগেছে। এমনিতে আপনার কবিতা আমার ভালো লাগে কবি খেয়ালী ভাই।

    GD Star Rating
    loading...
  7. সুজন হোসাইন : ২০-০৩-২০১৯ | ৬:৫৪ |

    বাহ্ চমৎকার লিখেছেন,, ,,ভালো লাগলো  

    GD Star Rating
    loading...