রাজভক্ত দুর্বৃত্ত নৃত্য
রক্তের নক্সা আঁকা মানচিত্র ভুলে গিয়ে
রাস্তা জুড়ে চারুকলার হাতেখড়ি
ভাবপ্রকাশের অবাধ স্বাধীনতা যত্রতত্র
ছড়িয়ে ছিটিয়ে পরে মিছিলের উত্তপ্ত লাভা
পাণ্ডুর দিনে ইতিহাস ভুলে নয় ইচ্ছার
বিবর্ণ প্রকাশ, স্বাধীনতার নামে
ধর্ষন হয় খবরে খবরে।
যাকে পাড়ানির কড়ি বলে সযতনে
বুকের কাছে বুকপকেটে তুলে রাখি
তাই হয়ে যায় বৈশাখী ঝড়,
কৃষকের পাকা ধানের ক্ষেতে
বিজয় উৎসব করে এক পাল পতঙ্গ!
মাতাল উন্মাদনায় আর প্রলোভনে
অবশেষে প্রাপ্তির কোটা ভরে তুষের আগুনে।
এখন ভালোবাসা মনে চব্বিশ ঘন্টার জন্য
মাইক ভাড়া করে তোমার বক্তৃতা আর
কিছু দেশের গান বাজিয়ে পাখিদের নিদ্রা ভঙ্গ,
এখন ভালোবাসা মানে ভালোবাসার দিবস,
চাঁদা তুলে গরিব খাওয়াবার নামে
খিচুরির সাথে রঙ্গিন পানীয় আর
আমার পকেট একমাসের জন্য নিরাপদ
এখন ভালোবাসা মানে স্মরণ বেদীতে পুষ্পমাল্য
টিভিতে চেহারার প্রদর্শন
নগ্ন পা ভুলে গিয়ে নগ্ন মানসিকতার পায়ে
বুট জুতায় খোঁজা মাটির ঘ্রাণ, লেবাস কেতাদুরস্ত
তবু আমি তোমাদেরই লোক
চল্লিশের পরে কি কেটে যায় শোক !
গরম তেলই ভাজতে হবে মাছ
তা না হলেই ফুরুৎ পাখির
চোখ শকুন হয়ে আকাশে
দৃষ্টি যার গনকবরে।
loading...
loading...
মাতাল উন্মাদনায় আর প্রলোভনে
অবশেষে প্রাপ্তির কোটা ভরে তুষের আগুনে।
loading...
অসাধারণ শব্দবিন্যাস । ভালো লেগেছে
এখন ভালোবাসা মানে স্মরণ বেদীতে পুষ্পমাল্য
টিভিতে চেহারার প্রদর্শন
নগ্ন পা ভুলে গিয়ে নগ্ন মানসিকতার পায়ে
বুট জুতায় খোঁজা মাটির ঘ্রাণ, লেবাস কেতাদুরস্ত
loading...
চমৎকার সুন্দর উপস্থাপনা।
মুগ্ধতা রেখে গেলাম।
loading...
বাস্তবে তো তা-ই হচ্ছে! পথেঘাটে, এখানে সেখানে সবখানে। নামধারী আর বেশধারীদের দৌরাত্ম্যে আমরা প্রায় দিশেহারা হয়ে পড়েছি।
আপনার লেখনীতে মুগ্ধতা রেখে গেলাম। সাথে অবিরাম শুভেচ্ছা ।
loading...
চমৎকার লিখনী কবি খেয়ালী ভাই।
loading...
রক্তের নক্সা আঁকা মানচিত্র ভুলে গিয়ে
রাস্তা জুড়ে চারুকলার হাতেখড়ি।
দারুণ উচ্চারণ প্রিয় মন দা।
loading...