মস্তিস্কে হলুদ পাখোয়াজ
মন ভালো নেই তাই
যেখানে তে যাই
সবকিছুতেই কেমন যেন
হলুদ গন্ধ পাই।
আজকে ভোরের আকাশ হলুদ,
রোদের রং হলুদ, তাপ হলুদ,
রাস্তা হলুদ, রাস্তার যানজট হলুদ,
মানুষ গুলোও কেমন যেন হলুদ করে চায়।
অফিসে সবার ব্যবহার একই রকম তারপরও
তাদের কাজগুলো কেমন যেন হলুদ হলুদ
নৌকার পাল হলুদ, জেলেদের জাল হলুদ,
নদীর জল হলূদ, গাছের পাতা হলুদ,
হলুদ রং এর পাখি গুলি হলুদ হলুদ ডাকে
কিছু হলুদ জমে থাকে সন্ধ্যাবেলার ফাঁকে।
গির্জার ঘন্টা, আজানের সুর, পূজার ঢোল
কিংবা হরিবোল
সব কিছুতেই কেমন যেন হলুদ মনে হয়
হলুদ দেখার জন্য লাগে চোখ খুলতে ভয়।
রবীন্দ্র কিংবা নজরুল গীতি
ফেলে আসা জীবনের অনাবিল স্মৃতি
নাট্য মঞ্চের কোন সংস্কৃতি
পার্কের বেঞ্চে বুড়ো রাজনীতি
সব কিছুতেই কেমন যেন
হলুদ গন্ধ পাই,
তারপরও সময় নিয়ে আড্ডা দিতে যাই
বন্ধুদের আড্ডা হৈচৈ ঠিকই চলে
চলে আলোচনা, সমালোচনা
চলে সুখ দুঃখ, কথোপকথন
চলে মশকরা
কোন নায়িকার ইয়ে কেমন
সব কিছুতেই কেমন যেন
হলুদ গন্ধ পাই।
বাসায় ফিরলে গরম ভাত আর পাখা হাতে
বউ বসে যায় আমার কাছে
ছোট্ট আমার ছেলে মেয়ে
জড়িয়ে ধরে গলা
তবু তাদের সাহস করে হয়নি কভু বলা
সব কিছুতেই কেমন যেন
হলুদ গন্ধ পাই।
ভালোবাসার গহীন চোখেও
হলুদ নিলো ঠাই
এমন হলুদ নিয়ে এখন
কোথায় আমি যাই
এই অবেলায়
সব কিছুতেই কেমন যেন
হলুদ গন্ধ পাই।
loading...
loading...
গির্জার ঘন্টা, আজানের সুর, পূজার ঢোল
কিংবা হরিবোল
সব কিছুতেই কেমন যেন হলুদ মনে হয়
হলুদ দেখার জন্য লাগে চোখ খুলতে ভয়।
লিখাটিতে চমৎকার এক আবহ লক্ষ্য করলাম খেয়ালী ভাই। নিশ্চয় সুচিন্তিত। অসাধারণ।
loading...
কবিতায় কোথাও কোথাও শাব্দিক সমিল শুধু লুকিয়ে নয়; সামনেই চলে এসেছে। গ্রেট। অভিনন্দন মি. খেয়ালী মন। নিয়মিত হোক আপনার উপস্থিতি। এমন প্রত্যাশায় …
loading...
মস্তিস্কে হলুদ পাখোয়াজ শিরোনামের সার্থকতা পেলাম প্রিয় মন দা।
loading...
কবিতাটি পড়লাম কবি খেয়ালী মন ভাই।
loading...
সুন্দর।
loading...
যাপিত জীবনের কথা কাব্য পড়লাম। বিশেষ দিনের শুভেচ্ছা জানবেন।
loading...