পরাজিত বয়সী আবরণে মুছে যায় উৎসবের ক্ষয়
জীবনের কৌতূহল আর আবেগী করে না,
তারপরও বসে আছি চৈত্রের হাওয়া গায় মাখিয়ে;
সেই ক্লান্ত সময় কপোলের আবিরের মত মুছে যায় না,
স্মৃতির গহীনে বসে থাকে নেশাখোর মানুষের মত।
জৈবিক তাড়নার থেকে মানসিক সুখ খোঁজা বোধ গুলো
জীবনের গভীরতা ছুঁয়ে যায় অনেক বেশী। নষ্ট প্রহরের প্রাপ্তি গুলোই
স্ফটিক হয়ে থেকে যায় মগজের কোষে।
নিরুত্তর মানুষের জন্যেই কিছু কিছু প্রগতি থমকে গিয়ে
দগদগে উনুনে মাছ ভাত রান্না করে।
স্বীকার করতে দোষ নেই রাতের আঁধারে আমিও কাল্পনিক
বালক হয়ে উৎসে খুঁজে ফিরি তৃষ্ণার জল;
অতলান্ত শব্দে বিমোহিত হই, জেগে উঠি বিবস্ত্র, হিংস্র;
আবার দিনের বেলায় ধার্মিক পুরুষ।
প্রহর গুনে গুনে দিন কাটে অপেক্ষার যাঁতাকলে
নিজেকে মানুষ ভাবা থেকে বাইরে বেরিয়ে দেখে
হিংস্রতা মেনে নিয়ে জেগে ওঠে ঘৃণা সবুজের ক্ষেতে।
তারপরও বসে থাকি, তারপরও বসে থাকতে হয়
চৈত্র দিনের শেষে আধো ফোঁটা চাঁদের আলোয়
সঞ্চিত উষ্ণতা নিয়ে প্রণয়িনীর চপলা আঙ্গুল
কিংবা বৈশাখী ঠোঁটের ঝড়ের আশায়।
loading...
loading...
তারপরও বসে থাকি, তারপরও বসে থাকতে হয়
চৈত্র দিনের শেষে আধো ফোঁটা চাঁদের আলোয়
* শব্দ চয়নে আপনার নিপুণতা বেশ লক্ষণীয় …
ভালো থাকুন কবি।
loading...
Thanks bro
loading...
'সঞ্চিত উষ্ণতা নিয়ে প্রণয়ীর চপলা আঙ্গুল কিংবা বৈশাখী ঠোঁটের ঝড়ের আশায়; বসে থাকি, তারপরও বসে থাকতে হয় … চৈত্র দিনের শেষে আধো ফোঁটা চাঁদের আলোয়।' ফ্যান্টাস্টিক প্রিয় শব্দ বন্ধু খেয়ালী মন। কুবিতায় অপরিসীম অভিনন্দন জানাই। শুখসন্ধ্যা।
loading...
ভালোবাসায় রঙিন হলাম
ভালো থাকবেন
loading...
সুন্দর লেখা।
loading...
ধন্যযোগ ভাই
loading...
মুগ্ধ হলাম কবিতাটি পড়ে মন দা। কেন আর সেই আগের মতো আপনাকে দেখি না ?
loading...
অমি পাগল কিসিমের মানুষ
কোথাও স্থির হতে পারি না,
না কাজেকর্মে, না সংসারে, না বন্ধুদের আড্ডায়
হঠাৎ করে মেঘের মত এসে চলে যাই,
ক্ষমা চাই নিজের অপারগতার জন্য
ভালো থাকবেন
loading...
আপনিয়ো ভাল থাকবেন দাদা।
loading...
জীবনের গভীরতা ছুঁয়ে যায় অনেক বেশী। নষ্ট প্রহরের প্রাপ্তি গুলোর মতো। দারুণ একটি কথা।
loading...
ভালোবাসা জানবেন
loading...
অনুপম লেখা,,
পাঠে মুগ্ধ হলাম,,,,
loading...
ধন্যবাদ ভাই
loading...
সুন্দর।
loading...
অনেক দিন বাদে আপনার দেখা পেলাম। আমি আপনার লেখার একজন ভক্ত পাঠক।
ভালো থাকবেন।
loading...