সময়ের লক্ষ্যভ্রষ্ট তীর

বেদনা আর সম বেদনা দিয়ে কি হবে আর, সময় তো আসবে না ফিরে
সাথে নিয়ে মৌ-মাছিদের প্রাণ; সময় তবে কি পেরেছে কবে;
সময় শুধু পোশাক তৈরীর ক্ষমতা দেখাতে সক্ষম হয়েছে,
পরিপত্র দিয়ে এখন আর কিছু পরিবর্তন সম্ভব নয়।

জীবন এখন বাঁওড়ের মাঝে স্থির, মানুষে চাতুর্যতা
এখন প্রতিজিহবায় জড়ানো মৌবী। সুযোগের অপেক্ষায়
যজমান সাজ বিচিন্তিত মঞ্চে পিণ্ড দান করে।
কেয়ামতের প্রলুব্ধ ভয় লোভের তাবুতে প্রচ্ছন্নতায়
পুরোগামী যে পথে ভুল করে ঠুকেছে মাথা,
সাকার কিংবা নিরাকার কতটা দিয়েছে সেই
সৌখিন লোবান; বিবেকের কাছে দায় মিটাতে।

পৌরাণিক যুগে ফিরে যেতে যেতে মাথা ঘুরিয়ে
বিচারের চৌকাঠে লোলুপের ফাঁসি কে দেখেছে
কবে? আজো কোন জনপথে সীতাদের অগ্নি পরীক্ষা হয়
কিংবা দ্রৌপদীর লজ্জা বস্ত্রতে ঢাকতে পারে না
হাজার নেকড়ের চোখের – নখের থাবায়।

অতিথি পাখার দল মাঝ পথে পাখা ভেঙে পরে রক্ত নদীর বুকে
ঘৃণার শকুন – শকুনিরা পাখা মেলে উড়ে চলে রাজপথে,
পারাপারের মাঝিও বুঝে গেছে জীবনের থেকে অর্থের অর্থ অনেক বেশী মজবুত;
দেশের ক্ষয় কিংবা ক্ষয়ে যাওয়া জীবন থেকে যেটুকু চেটেপুটে নেয়া যায় তাই
জীবন বোধ।
ততটা উচুতে উঠতে পারে না মানুষ, যেখানে শকুনের চলাচল;
আর পাকা শিকারীর হাতে থাকা হাজারো তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে পরে
মাটির উঠান।
_________

এটা কোন কবিতা নয় এটা কুবিতা। ছবিটি রেল পথের পাশে থেকে তোলা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ২টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মিড ডে ডেজারট : ০৭-০৮-২০১৮ | ১০:১২ |

    কবিতার বিষয় বস্তু আমাকে ভাবিয়েছে।

    অসাধারণ লিখেছেন।

    GD Star Rating
    loading...
    • খেয়ালী মন : ০৯-০৮-২০১৮ | ১৮:১৮ |

      অনেক ধন্যবাদ ভাই

      শুভকামনা

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ০৭-০৮-২০১৮ | ১০:২৯ |

    ‘আজো কোন জনপথে সীতাদের অগ্নি পরীক্ষা হয়
    কিংবা দ্রৌপদীর লজ্জা বস্ত্রতে ঢাকতে পারে না
    হাজার নেকড়ের চোখের – নখের থাবায়।’

    ___ এই ই আমাদের দূর্ভাগ্য আর অ-সময়ের লক্ষ্যভ্রষ্ট যাতনার তীর। দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • খেয়ালী মন : ০৯-০৮-২০১৮ | ১৮:১৯ |

      অনেক ধন্যবাদ ভাই

      শুভকামনা

      GD Star Rating
      loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৭-০৮-২০১৮ | ১৫:১১ |

    অতিথি পাখার দল মাঝ পথে পাখা ভেঙে পরে রক্ত নদীর বুকে
    ঘৃণার শকুন – শকুনিরা পাখা মেলে উড়ে চলে রাজপথে,

     

    ** আপনার কবিতার ভাব ও ভাষা অসামান্য…

    ভালো থাকুন কবি।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ০৭-০৮-২০১৮ | ১৬:১৯ |

    মন দা'র লেখা পড়ে মন পূর্ণ হয়ে গেলো।  কেমন আছেন দাদা  Smile

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ০৭-০৮-২০১৮ | ২২:০৮ |

    পড়লাম ভাই।

    GD Star Rating
    loading...