ভালোবাসার নদী

ভালোবাসার নদী

ভালোবেসে একটা নদী চেয়েছিলাম
যার পার ছুঁয়ে জেলেদের ঘরবাড়ি থাকবে,
সরল বিশ্বাসে পুরুষের শরীর পেতে দেবো সেই
চপলার কাছে। তোমার নদী নদী মন আমাকে ভাসাবে,
আমাকে ডুবাবে, জোয়ারে কাছে টানবে, ভাটায়
একটু দূরে ঠেলে দেবে, ঠিক নদী যেমন করে তার উপরে
ভেসে থাকা বারোয়ারি পূজার বিসর্জিত ভাসমান দেবীকে।

কিংবা খুব বরষায় দু-কুল ভাসানো জল আবার ফাগুনের শেষে
কিছুটা গভীরতাহীন। তোমার ভালোবাসা কোন গাঁয়ের বধূর
কলসিতে ছলাৎ ছলাৎ সুরে দিন শেষে ঘরে ফেরার ছবি দেখবো বলে
কত না রং বদলে দিয়েছি আকাশের নীড়ে,
নিজেকে বন্ধী করেছি শামুকের খোলসে, হৃদয়ের খুব কাছে
পরে থাকা শিউলি গুলো তুলে দেখিনি তোমাকে দেখবো বলে,
মেঘেদের ডাকে বাইরে বের হইনি একাকি কোন দিন;
শুধু দু-জন এক সাথে ভিজবো বলে।

তবু আজো আমি একাকি ভিজে চলি এক ছন্নছাড়া চাঁদের আলোয়,
গলিত জোৎস্না আমাকে দগ্ধ করে, মাকড়সার জালের মায়া বাঁধন
আমাকে ঠেলে নিয়ে যায় সময়ের শেষ প্রান্তে।

ঘরগেরস্ত চাঞ্চল্যে আজও তুমি বাগান সাজাও নিজ হাতে, আর
আমিও একটা ভালোবাসার নদী হতে চাই।

মেঘলাসুনীল দিনে যে নদী ভালোবেসে
চৌচির করে দিতে পারে তার দু- কুল সাজানো
শিল্পের কারুকাজ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-১১-২০১৭ | ১২:২০ |

    আপাত দৃষ্টিতে আপনার লিখা খানিকটা বড় পরিসরের দেখালেও অনুসন্ধিৎসু পাঠক খুঁজে পেতে পারেন … লিখার পরতে পরতে রয়েছে ছোট ছোট কিছু শব্দানুভূতির উপস্থিতি। অনেকে মনে করেন লিখাকে গণ্ডী-বৃত্তে রেখে দিতে; সেখানে আপনি অনন্য এবং অনবদ্য । নন্দিত শুভমিতি মি. খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif  ভালোবাসাময় হোক জীবন। Yes

    GD Star Rating
    loading...
    • খেয়ালী মন : ০৩-১১-২০১৭ | ১৮:৪৬ |

                                      ধন্যবাদ

       
                                                            ও

                                    শুভকামনা

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ০৩-১১-২০১৭ | ১৯:৫৫ |

      জানি ব্যস্ত থাকেন; তারপরও আপনাকে যথেষ্ঠ আন্তরিক মনে হলো আজ। Smile

      GD Star Rating
      loading...
  2. নীতিশ রায় : ০৩-১১-২০১৭ | ৮:৪৪ |

    ভাল লাগা রেখে গেলাম প্রিয় কবি।

    GD Star Rating
    loading...
    • খেয়ালী মন : ০৩-১১-২০১৭ | ১৮:৪৮ |

      ভালো লাগা জমা রাখলাম যেন সুদে আসলে ভালোবাসা হয়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...