স্বরবর্ণ পাঠ

অভিলাষী অভিশাপ দ্বীপান্তর এ বুক
ওম পেতে যে আগুন পোড়ে
তাতেই তাহার সুখ।

ক্লান্তভাবে চলতে গিয়ে
রক্ত ক্ষত বুকে
ধুলি ভরা জীবন চলে
গোধূলি সেই মুখে।

স্বপ্ন উড়াই স্বপন পোড়াই
অস্তরাগের ছোঁয়া
সাঁঝেরবাতির নরোম আলোয়
জেগে থাকে ধোঁয়া।

চন্দনের গন্ধে যখন
হৃদয় পুরে ক্ষার
শীতলপাটি, নিকনো উঠোন
কতটা দরকার।

অধিকারী না হলাম আজ
ফুলেরই সজ্জায়
একতারা সুর জেগে থাকুক
স্বরবর্ণ এর দরজায়।

____________________

**** এটি একটি কুবিতা
কেউ কবিতা ভেবে পরলে সেই দায় পাঠকের।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-০৭-২০১৭ | ৬:৫৯ |

    উজার হয়েছে ঝাউবন খসে গেছে চাঁদ
    জলেরা মেঘ হয়ে ঢেকেছে আকাশ বেঁধেছে বাঁধ।

    মনো চেতনার সুপ্ত ভাবনায় যে শব্দ প্রকাশ আমি তাকে নিখাদ না বললেও সৃষ্টি মানি।
    ব্যস্ততার গণ্ডী থেকে সামান্য উঁকি দিয়েছেন অনেকদিন পর। অভিনন্দন প্রিয় মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আনিসুর রহমান : ০৪-০৭-২০১৭ | ৭:৩৩ |

    অভিলাষী অভিশাপ দ্বীপান্তর এ বুক
    ওম পেতে যে আগুন পোড়ে
    তাতেই তাহার সুখ।
    *শুভ সকাল কবি। কুবিতা শব্দটি সম্ভবত বাংলা ভাষায় নতুন সংযোজিত হলো। বিশ্লেশন সহ এর অর্থ জানতে চাই ।

    GD Star Rating
    loading...