দ্বিধাগ্রস্থ শিথানের পর্দা
চাঁদ একা জেগে থাকে নির্ঘুম রাতে
তারা গুলো ও জাগে দূরে আরো দূরে;
জেগে জেগে দেখে যায় যৌবনের শহর, শহরের রাস্থা,
নিয়ন আলো, গলির ভাঙ্গাচুরা পথ, পরিপাটি ড্রইং রুম।
মাঝে মাঝে শিথানের জানালার ফাঁক গলে
ঢুকে পরে সৌখিন বেডরুমে। শরীর ভেঙ্গেপরা নগ্নতার
কারুকাজ আর প্রেমার্দ্র বুকে ভালোবাসাহীন উত্তাপের চুমু;
দ্বিধাগ্রস্থ জানালায় পর্দা পরে।
শহরের নিয়ন আলোর রাস্থা গুলো হেঁটে হেঁটে চলে যায়
কুপি জ্বলা গ্রামে। যদিওবা কেরোসিন শেষ বিন্দু জ্বলে গেছে
বহুক্ষণ আগে তবুও ম্লান আলোয় আটপৌড়ে আলুথালু বধূটির
পাশে নিদ্রামগ্ন, দ্বিধাগ্রস্থ ভালোবাসা জেগে থাকে।
সব ভালোবাসা শব হয় একদিন যদি
তবু কেহ জেগে থাকে বিরান ঘরের দুয়ার খুলে;
কেহ করে অপেক্ষা সবুজ স্বপ্নের ফসলের মাঠ দেখবে বলে।
দ্বিধায় জড়ানো লাজুক পাতার ফাঁক দিয়ে
চাঁদ ঠিকই ফিরে যায় অমাবশ্যার কাছে;
তারা গুলো দূরে আরো দূর থেকে ভালোবেসে যায় ।
শিরোনাম হীন
দুঃস্বপ্নও কখনো স্বপ্ন হয়ে যায়
বাস্তবতার হাতে গড়ে উঠে জীবনের সৌখিন বিন্যাস,
সময়ের ফুল অসময় সবুজ বৃক্ষ;
আমাদের ভালোবাসা এর থেকে বাইরে বেরতে পারে না।
আগুন রঙের মেঘ, রং বে রং এর চুড়ি কিংবা
বেনীমাধবের পাঠশালা এখন আর আমায় ভাবায় না।
রাজা রানির দিন শেষ, মানুষ এখন মন্ত্রী নিয়ে ভাবে,
আর হৃৎপিণ্ড জুড়ে কালো কাপরের জ্বর।
গঙ্গাজলে গঙ্গা পূজা চলে অবিরত, পূজার ঘর পেরিয়ে গঙ্গাজল
বারান্দায়, ড্রইং রুমে অতঃপর শোবার ঘরে, তারপর বন্যা হয়ে ভাসায়
বিছানার চাদর, হাতের রুমাল, চৌকাঠ, ঝুলবারান্দা, ঘরের আসবাব;
বন্যায় ভেসে যায় দুঃস্বপ্ন’র থেকেও আরো বেশী কিছু, আর জমানো
দুঃস্বপ্নকে আজ স্বপ্ন মনে হয়। দুই মেঘের বিরোধে তৈরী আগুনে
পুরে যায় সবুজ বৃক্ষ। আমি কোথাও আমার চালককে খুঁজে পাইনা
যার ছোট বাগানের ছোট গাছগুলো নিয়ে অনেক ছোট ছোট ইচ্ছে ছিলো
সেই ছোট বাগানে গাছটি এখন ভেসে চলছে গঙ্গাজলের বন্যায়।
অনেক গাছই অধিক পানি সইতে পারে না, কিছু শুকনো মাটি চায়
বেঁচে থাকার জন্য…….।
উৎসর্গঃ একজন গাড়ীচালকের সন্তানের জন্য।
.
.
নোটঃ এই দুটো আমার লেখা অনেক আগের কুবিতা, নেট খুঁজে পেয়ে গেলাম ভাবলাম জমিয়ে রাখি তাই পোষ্ট করলাম।
loading...
loading...
সেমি কম্বো মানে দুটি কুবিতা উপহার পেলো শব্দনীড় পাঠকেরা।
সব ভালোবাসা শব হয় একদিন যদি
তবু কেহ জেগে থাকে বিরান ঘরের দুয়ার খুলে।
অনেক সুন্দর হয়েছে স্যার।

loading...
অনেক সুন্দর পোষ্ট।
শুভ কামনা রইল প্রিয় কবি
loading...
আমার কাছে চমৎকার লেগেছে আপনার কবিতা কবি খেয়ালী মন ভাই।
loading...
সেই ছোট বাগানে গাছটি এখন ভেসে চলছে গঙ্গাজলের বন্যায়।
অনেক গাছই অধিক পানি সইতে পারে না, কিছু শুকনো মাটি চায়
বেঁচে থাকার জন্য…….।
কুবিতা নয় কবিতা পড়লাম ভাই।
loading...
অসাধারণ দুটি কবিতা। ভেবে পাচ্ছি না কিভাবে আমার চোখ এড়ালো প্রিয় মন দা !!
loading...
পোস্ট করে ভালো করেছিলেন প্রিয় খেয়ালী ভাই। না হলে মিস করতাম। ভালোবাসা।
loading...
শরীর ভেঙ্গেপরা নগ্নতার
কারুকাজ আর প্রেমার্দ্র বুকে ভালোবাসাহীন উত্তাপের চুমু;
দ্বিধাগ্রস্থ জানালায় পর্দা পরে।
loading...
এভাবেই নন্দিত হোক আপনার সুকবিতা।
loading...
* কবির জন্য শুভ কামনা….
loading...