কালে কিংবা অকালে
ভোরে নয়তো বিকালে
সৃষ্টি বা বিনাশে
নিরাশার আশাতে
চোখ ছুঁয়ে যায় তোমাকে।
গল্প কিংবা ধাঁধাতে
আলো নয়তো আঁধারে
দৌড়ে বা সাঁতারে
নিরবতার উল্লাসে
মন ছুঁয়ে যায় তোমাকে।
নিরাকার কিংবা আকারে
কাণ্ড নয়তো শাখাতে
কোড়া বা আঁকাতে
গাঢ় নীলের সাদাতে
অনুভূতি ছুঁয়ে যায় তোমাকে।
তোর জন্য পুড়ি
তোর জন্য উড়ি
তোর জন্য বাতাস ভাসা
সূঁতো ছেড়া ঘুড়ি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কথা’কে অনন্য উপস্থাপনে সহজ সত্য করে তৈরী করে ফেলেছেন।
ব্যবহৃত কিংবা এবং জন্য লিখাতে ব্যতিক্রমী এবং অবিভাজ্য মাত্রায় এসেছে।
অসাধারণ সহজ বোধনের কবিতা। অশেষ ভালো লাগা।

loading...
তোর জন্য পুড়ি
তোর জন্য উড়ি
তোর জন্য বাতাস ভাসা
সূঁতো ছেড়া ঘুড়ি।——চমৎকার দাদা
loading...
ছন্দে ছন্দে ভালো লাগল। দু-একটি বানান দেখে নেয়া দরকার। ‘কোড়া’ শব্দটির অর্থ বুঝলাম না। শুভেচ্ছা জানবেন।
loading...
অনুভূতি ছুঁয়ে যায় তোমাকে।
তোর জন্য পুড়ি
তোর জন্য উড়ি
তোর জন্য বাতাস ভাসা
সূঁতো ছেড়া ঘুড়ি।
উপরের প্রতিটি প্যারায় দেখা গেলো তোমাকে… মাত্র তিন প্যারার পরেই তুই(!) । ভাল।
ছন্দময় লেখাটি বেশ আনন্দ দিয়েছে।
loading...
তোর জন্য পুড়ি

তোর জন্য উড়ি
তোর জন্য বাতাস ভাসা
সূঁতো ছেড়া ঘুড়ি।
loading...
মাঝে মাঝে নিজের লিখা রিকল করা ভালো। লিখক যদি সময়াভাবে পাঠক মন্তব্যের উত্তর না করতে পারেন অথবা নতুন পাঠকদের পড়ার সুযোগ তৈরী করে দিতে চান, তাহলে এই রিকলের মাধ্যমে উত্তর দেবার আরেকটি সুযোগ যেমন থাকে তেমনি লিখক পাঠকে মিথস্ক্রিয়া তৈরী হয়।
প্রত্যেকটি লিখা প্রকাশের দিন থেকে ২৮ দিন পর মন্তব্য বা প্রতি-মন্তব্য করার সুযোগ স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়। রিকলে সুযোগ বাড়ে। ব্লগিং হোক আনন্দের।
loading...
অতীত রোমন্থন আমরা খুব কমই করি। আপনার কবিতাটি ফিরে আসায় পড়ার সুযোগ হলো খেয়ালী ভাই। শুভেচ্ছা।
loading...
খুব ভালো লেগেছে

loading...
আপনার কবিতা গুলো পড়লে আপনার অনুভূতি পড়লে আমার ভীষণ মায়া জাগে ভাই। অদ্ভুত এক বিষণ্নতা।
loading...
চোখের সামনে থেকে হারিয়ে গিয়েছিলো লেখাটি। মন্তব্যও বন্ধ ছিলো। আজ রিপিট হওয়ায় পড়তে পারলাম। অভিনন্দন প্রিয় কবি মন দা।
loading...
ভালোবাসা ভালোবাসা কবি খেয়ালী মন ভাই।
loading...
সুন্দর কবিতা।
loading...
ছন্দ, মাত্রায় সাবলীল উপস্থাপনা।
loading...