খালিদ মোশারফের কবিতা-এর ব্লগ

তবুও থামিনি আমি
”””””””””””””””””””’
তোমার যাত্রা শুভ হক
এ কথা কেউ আমাকে বলেনি
আমি কবিতা লিখতে বসলাম।
পকেটে ময়লা মন
তবু আমার যাত্রার শুভক্ষণ
হঠাৎ গাড়ী নষ্ট হল
নামলাম হাটলাম অনেকদূর
তবুও থামিনি
তোমার যাত্রা শুভ হক
এ কথা কেউ আমাকে বলেনি ।

আপনাকে আবারো ধন্যবাদ
আমি আপনার কাছে সম্মান চাইতে পারব না
সম্মান পেলেও তা আমার বাড়তি পাওনা সম্মান ছাড়াও আমি বেশ সুখে আছি
কেউ আমাকে অপমান করবে – সে সুযোগ
আমি কাউকে দিইনা
আপনি আমাকে মূল্যায়ন না করলে
আপনার ব্যপার
আমার পাওনাটুকু আমাকে যদি আপনি
না দেন আপনার সংকীর্ণতা আপনার জন্যে আমার পক্ষ থেকে
আছে স্পষ্ট ধন্যবাদ
কারন পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫০৬ বার দেখা | ১৩৬ শব্দ
সেই সঙ্গে সকল বাবাকেও ধন্যবাদ
——————–
স্ত্রী বলল আমার পেটে বাচ্চা এসেছে
ভাবলাম এইতো বাবা হয়ে গেলাম
আর কি লাগে!
মনটা ভরে গেল ,খুশির সংবাদে
বাচ্চাও হয়ে গেল – দেখলাম বাচ্চার মিষ্টি চেহারা
খুব ভাল লাগল
ভাবলাম –এইতো যথেষ্ট ,আর কি লাগে! এর পরে আবার আরেক নাটক
বাচ্চা হামাগুড়ি দিচ্ছে
ভাবলাম এটাওতো ভালোলাগার
আর কি লাগে! এবার বাচ্চা হাটতে শিখেছে
তাতেও পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০৭৫ বার দেখা | ১৫৫ শব্দ