জীবন মানেই কি নিয়ম?
জীবনকে জিজ্ঞাসা করলাম
ত্রিশতো পার হয়ে এলে
আর কত দিন বোঝা নিয়ে বেড়াবে?
জীবন বলল অপেক্ষা কর
না হয় আরো ত্রিশ বছর বাঁচবে!
আমি বললাম, আরো ত্রিশ বছর!
কত দীর্ঘ সময়! কত দিন লাগবে পার হতে!
জীবন বলল তাড়াতাড়ি কিসের!
এভাবেই চলে যাবে
যে ভাবে যাচ্ছে
আমি বুঝিনা মানুষ অনেক দিন বেঁচে
থাকতে চাই, তারা কি পাই?
আর মাত্র ত্রিশ বছর যদি বাঁচি
কত কত দীর্ঘ সময়
পাড়ি দিতে হবে ভাবছি!
জীবনের বহু নাটক যেন দেখে ফেলেছি
এখন নিঃশ্বাস নিতেও ভয় লাগে
যেন নিঃশ্বাসও একটি নাটকীয়তা!
জীবন মানে বিধি নিষেধ
ভুল করলেই শাস্তি
জীবন মানে আসলে কি শুধু নিয়ম আর নিয়ম
শুধু ভয় লাগে সকাল উঠতে হবে
নিয়ম মাফিক গাড়ি চালাতে হবে
নিয়ম মাফিক অফিস যেতে হবে
নিয়ম মাফিক কথা বলতে হবে
শুধু নিয়ম, নিয়ম আর নিয়ম!
নিয়ম সমাজের ভাল’র জন্যে তাও জানি
কিন্তু নিয়ম –ই কি আমার শান্তি নষ্ট করছে
নাকি অন্য কিছু, বুঝছি না!
loading...
loading...
নিয়ম হচ্ছে অভ্যাস অথবা জীবন গতিপ্রবাহের উপর নির্ভরশীল। পাশাপাশি প্রাত্যাহিক ভাবে ব্যক্তি অথবা ব্যক্তিবিশেষের সহন ক্ষমতার উপরও নির্ভর করে।
যেটাই হোক লিখাটি কবি'র সাম্প্রতিক চেতনালুব্ধ ভাবনার প্রকাশ মনে করি।
loading...