বইয়ের নামঃ আরেক পোশাকের টানে
লেখকের নামঃ খালিদ মোশারফ
প্রচ্ছদেঃ রাজিব দত্ত
ভূমিকা দিয়েছেনঃ ভাস্কর চৌধুরী,কবি ও কথাসাহিত্যিক
পরিবেশকঃ রকমারি ডটকম
প্রকাশনঃ বেহুলা বাংলা
বেহুলা বাংলা, ঢাকা কর্তৃক প্রকাশিত আরেক পোশাকের টানে কবিতা গ্রন্থটি (৮৮টি কবিতা সংকলিত) কেউ যদি সরাসরি ডাক যোগে পেতে চান তাহলে এই নম্বরে ০১৭৭৬১৬২২২৮ আপনার ঠিকানা এস এম এস করুন এবং ১৫০ টাকা বিকাশ করুন। কয়েকদিনের ভেতেরে লেখক আপনাকে বইটি ডাকযোগে পাঠিয়ে দেবেন। উক্ত ফোন নম্বর লেখকের। এছাড়া কয়েক দিন পর থেকে ইনশা আল্লাহ মেহেরপুরের রাজ্জাক লাইব্রেরি ও দোয়েল বুক হাউজে পাওয়া যাবে।
নেটে রকমারিতে এই বইটি পাওয়া যাবে। এছাড়াও ঢাকায় কনকর্ড টাওয়ার ,বাংলা বাজার ও বিবিধ লাইব্রেরিতে বইটি পাওয়া যেতে পারে।
এছাড়াও বইটি প্রকাশক কর্তৃক সিলেট, চট্টগ্রাম ও বাংলাদেশের বিবিধ লাইব্রেরিতে সীমিত আকারে মার্কেটিং হবে ইনশা আল্লাহ।
loading...
loading...
'আরেক পোশাকের টানে' সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
অভিনন্দন মি. খালিদ মোশারফ। শুভ সকাল।
loading...