স্বর্গীয় আরণ্যক-৮
প্রিয় আরণ্যক দিনের মত সঠিক সময়ে আসতে চেষ্টা করো
ঠিক সময়ে রাতের মত চলে যাবার সময় করে নিও
সারা দিন ব্যস্ত থেক
তোমার সব কিছু ঠিক মত হবে না বলে
তোমাকে আরো সুন্দর মনে হবে
তোমার কর্ম প্রচেষ্টা দেখে
দেবতারা তোমাকে দেখে হাসবে
তোমার প্রতি মুহূর্তে তোমাকে চিনে ফেলেছে
বৃক্ষরা, রাস্তারা, মাঠেরা
তুমি চঞ্চল হয়ে বেড়িয়ে এসো কোথাও
দেখ তোমার কষ্টের মাঝে স্বর্গ নেমে এসেছে
তোমার কর্মক্লান্ত শরীরকে ঘামতে দাও
নিশ্বাস ফেল চারিদিকে দুহাত মেলে তাকাও
দেখ ইশ্বর তোমাকে ভালবেসে ফেলেছে
তোমার বুক ভরা আশা দেখে তোমার
দিকে তাকিয়ে রবে আকাশটা
তোমার সে আশা পূরণ হবে না
তবু তোমার কর্ম প্রচেষ্টা দেখে
তোমাকে খুব ভাল লাগবে ইশ্বরের
ইশ্বর তোমার হাত খালি রেখেছে তোমাকে ভালবেসে
আরণ্যক তুমি সবার থেকে আলাদা
তবুও তোমাকে সবার মত মনে হবে
তোমার বুক ভরা ব্যথা ও সুখ
তবুও তোমাকে স্বাভাবিক মনে হবে
তোমার কঠিন এক বিবেক
তবুও তোমাকে দেখা যাবে ভাল ও খারাপের মাঝে
তোমার অন্ধকার শুষ্ক কর্মক্লান্ত মুখটি বোঝা যাবে না
তুমি ইশ্বরের কত আপন
তোমাকে বৃক্ষ পথ ও পাতারা কত ভালবাসে
তোমাকে দেখে বোঝা যাবে না
তুমি আসলে কে?
loading...
loading...
চমৎকার এই সিরিজ লিখাটি ইতিমধ্যেই আমার কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে।
অভিনন্দন মি. খালিদ মোশারফ। ভালো থাকবেন। শুভরাত্রি।
loading...