স্বর্গীয় অারণ্যক -২

স্বর্গীয় আরণ্যক-২
———-

ঠুনকো এক টুকরো মেঘের মত
আরণ্যক তুমি হারিয়ে গেলে
বলিষ্ঠ গোলাপের মত তুমি ফুঁটেছিলে
এখন তোমাকে পাওয়া যায় না খুঁজে

হেটে হেটে চলে গেলে আমাদের শহর ও গ্রাম থেকে
প্রতিদিন তোমার জন্য প্রিয়সী পথ চেয়ে থেকে

লোকালয় ও শহর ঘুরে ঘুরে
তোমার মত পাগোল একখান জোটেনি বলে
প্রিয়সি তোমার রয়ে গেল একা বসে

চারা গাছের মত মরে গেলে আরণ্যক
অকালে একটুকু পানি পাওনি বলে
নদীর মত চলে গেলে বেঁকে বেঁকে

প্রতিদিন তোমার কথা ভেবে ভেবে
আমাদের একখানি মেয়ে এখনো গসুল করেনি
খায়নি –আমরা তাকে পাগলি বলে ডাকি মাঝে মাঝে
জান আরণ্যক তোমার জন্য এখানে ভালবাসা আছে
চলে গেছ সময় মত মূল্য পাওনি বলে
অকালে একটু যত্ন পাওনি বলে

চলে এসো আরণ্যক আমাদের একখানি
পাগলি মেয়েটির কাছে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-০৮-২০১৭ | ১৯:৪৬ |

    লিখাটি পড়ে মন আর্দ্র হয়ে উঠলো। বেদনা এবং আকুলতা মিশ্রণের লিখা।
    ভালো লিখেছেন কবি মি. খালিদ মোশারফ। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...