কথা হবে না
——–
কি আশ্চর্য ব্যপার ,তোমার সাথে দেখা হলে
তোমার আমার আর কথা হবে না
অথচ তোমার হাত দুটো আমি দীর্ঘসময় ধরে থাকতাম
তোমার চোখের দিকে তাকিয়ে থাকতাম
কোন বাধা থাকত না
দীর্ঘ সময় তোমার সাথে কথা বলতাম
প্রীয়সী বিচ্ছেদ কতটা সহজ আবার সহজ না
ভোলা যায় ,ভোলা যায় না
পাওয়া যায় ,পাওয়া যায় না
তোমাকে স্পর্শ করা আমার এখন নিষেধ
অথচ এক সময় তোমাকে স্পর্শ করতাম
কি এক হিংসে আমার তোমাকে কেড়ে নিল
কি এক ঝড় তোমাকে আমাকে আলাদা করল
গাছ ভেঙ্গে গেল ,ছাদ ভেঙ্গে গেল
মাঠ ময়দান ঘুরে গেল ,পথ পাল্টে গেল
তোমার সাথে দেখা হবে না
যদি দেখা হয় ,কথা হবে না
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার ব্লগ বাড়ি ঘুড়ে গেলাম মি. খালিদ মোশারফ। কথা না হয় নাই হোক আজ।
loading...