তর্ক করতে রাজি না

সেদিন আমার এক বন্ধু বলল যে
তোরতো আর কাজ নেই ,কি সব লিখিস!
ওগুলোতো কবিতা না, পাগলামি
ভাবলাম তর্ক করে আর কি হবে
সময় নষ্ট ,কথা না বলে অন্য কাজ করিগে

বউ বলল তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট
আমিও উল্টো বলতে গিয়ে থেমে গেলাম
ভাবলাম তর্ক করে কি হবে ,সময় নষ্ট
থাক অন্য কাজে মন দিইগে

মোটকথা তর্ক এড়িয়ে যাচ্ছি
সেদিন এক রিক্সাআলার সাথে ভাড়া নিয়ে
তর্ক হবার উপক্রম
থেমে গেলাম , তর্ক করে সময় নষ্ট করতে
রাজি না

মোট কথা মাথায় কিছু থাকলেতো তর্ক করব
গায়েও শক্তি নেই
কেউ কেউ তর্কে হেরে গেলে চোখ রাঙ্গিয়ে শোধ তোলে
আমি তাও পারি না
কেউ কেউ তর্কে জিতে গেলে গর্বে বুক ভরিয়ে ফেলে
আমি তর্কে জিতিও না , আর দু একবার যদি
ভাগ্রক্রমে জিতেও যায় তবু গর্ব করতে পারিনা

এখন এভাবেই চলছি, আগে থেকেই ধরে নিরাম
আপনারা যা বলবেন তাই-ই সঠিক
আমি ছোট মানুষ ,বুদ্ধিতে কাঁচা
সুতরাং চুপ করে মেনে নিলাম আপনার কথা
তর্ক করতে পারব না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৬-২০১৭ | ২০:৪৮ |

    আপনার জন্য সার্ব ক্ষণিকের শুভকামনা প্রিয় কবি মি. খালিদ মোশারফ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর কবির : ২২-০৬-২০১৭ | ২২:৩৩ |

    তর্ক নিয়ে আমি আর তর্কে গেলাম না, আপনার জন্য শুভ কামনা রইলো।

    GD Star Rating
    loading...
  3. আনিসুর রহমান : ২৩-০৬-২০১৭ | ০:৪৩ |

    যে তর্ক করতে জানেনা তার সাথে আমিও আর তর্কে গেলাম না । শুভ কামনা আপনার জন্য । তবে এটা ভালো না লাগলে অবশ্যই আপনার সাথে তর্ক আছে । হোক না সময় নষ্ট কিছুটা !

    GD Star Rating
    loading...