———
কষাই আজকে সকাল উঠেই ছাগল জবাই করবে
হাতে উর লম্বা চাকু ,
কীসে উকে মানুষ জবাই করতে বাঁধা দেয়?
মুদি দোকান সিগারেট বিক্রি করবে
অনেক মানুষ উর কাছ থেকে সিগারেট কিনে খাবে
কিন্তু মুদি দোকানদান অধুমপায়ী?
কীসে উকে ধুমপান করতে বাঁধা দেয়?
বিষ বিক্রেতা বিষ বিক্রি করবে
কৃষক আজকে জমিতে সার ও বিষ ছেটাবে
হাত ভর্তি তার বিষে
কিসে কৃষককে ও দোকানীকে বিষ পানে বাধা দেয়?
হে আত্মনিয়ন্ত্রণ। প্রতিটি মানুষের কাছে কিছু
আত্মনিয়ন্ত্রণ জমা থাকে
ফলে কুলে দাড়িয়ে থেকেও সে পড়ে না
আর আত্মনিয়ন্ত্রণের বিষয়টা ভেবে প্রতিনিয়ত
অবাক হচ্ছি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতাটি পড়লাম। বেশ মি. খালিদ মোশারফ।
loading...
loading...