আমার মধ্যে আছে এক স্পষ্ট দরিদ্রতার ছায়া

আমার মধ্যে আছে এক স্পষ্ট দরিদ্রতার ছায়া
————————–
খুব ভাল ও সুন্দর একটি শার্ট পরে ভাইভাই গেলাম
গিয়ে দেখলাম অন্যদের চাইতে আমার শার্টটা নরমাল

ঈদের নামাজ পড়তে গেলাম সুন্দর একটা পাঞ্জাবী পরে
গিয়ে দেখি এলাকার সব চেয়ে দরিদ্র লোকটি আমার
অনুরুপ পাঞ্জাবি পরে নামাজে এসেছে

সবাই বলে আমি নাকি আনস্মার্ট
আমার বউ বলে তোমার আরো ভাল ভাল পোশাক
পরা উচিৎ
কিন্তু যত ভাল পোশাক-ই পরি না কেন
আমার চলাফেরা ও পোশাক দরিদ্রদের সাথে মিলে যাই

যদি কথা বলি সেকথার মাঝে আঞ্চলিকতা থাকবেই
মাথাটা আমার নীচ ,যেন ক্ষমতাবানদের সামনে দিয়ে হাটছি
এক কথা আমার মধ্যে আছে এক স্পষ্ট দরিদ্রতার ছায়া

পকেটে টাকা থাকলেও আমাকে দরিদ্র মনে হবে
না থাকলেও আমাকে দরিদ্র মনে হবে
চেহারাতেও যথেষ্ঠ ক্লান্তির ছাপ
খেটে খাওয়া মানুষদের মত

আত্মীয়র বাড়ীতে গেলেও আমাকে একটু অবহেলা
মোট কথা আমার সাথে দরিদ্রতার যথেষ্ট মিল আছে
যদিও আমার অর্থকড়ি একেবারে সামান্য নয়

তারপরেও বাঁচতেতো হবেই
তাই মনে মনে বলি ,শান্ত্বনাবাক্য-
’’হে দারিদ্র তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিস্ট্রের সম্মান ’’।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৬-২০১৭ | ২০:৪৪ |

    চমৎকৃত হলাম প্রিয় কবি।
    শব্দনীড় এ সর্বমোট প্রকাশিত পোস্ট : ১৩টির মধ্যে নিজের পোস্টে : ২ এবং
    অন্যের পোস্টে : ৩ টি মন্তব্য করেছেন। বাহ্। অশেষ ধন্যবাদ আপনাকে। Smile

    বিনীত জিজ্ঞাসা পাঠকের পাঠ-উচ্ছাস বা মন্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ণ করেন !!

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২২-০৬-২০১৭ | ১:৫৩ |

      স্যার চমৎকার বিষয় আছে ! খালিদ মোশারফ ভাই তো তবু মন্তব্য করেছেন । এমন অনেক লেখক আছেন যিনি কখনওই কারো লেখায় মন্তব্য করেন নি । অন্যের লেখায় তো না ই, এমন কি নিজের লেখায় ও না । বিনয়াবনত অনুরোধ, মন্তব্যের প্রতিউত্তর দিয়ে অন্যকে উৎসাহিত করুন !

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ২২-০৬-২০১৭ | ৮:২৯ |

        Smile Smile

        মি. আনিসুর রহমান।
        চারণ ক্ষেত্র থাকলে কায়ার সাথে অনেক কায়াও যুক্ত হয়ে যায়। আপনার মন্তব্যের রেশ টেনে বলছি … অনেকে থাকেন অতি ভাগ্যবান এলিট ভাবনা-তারণার লিখক। শব্দনীড় তাঁদের কনসার্নেই তাদের লিখা ছাপে। সৎ একটি উদ্দেশ্যকে সামনে রেখে। খুবই সিম্পল উদ্দেশ্য। এখন এখানে যারা নিয়মিত লিখা চর্চা করছেন, মন্তব্য করছেন না, অথচ পোস্ট দিচ্ছেন এমন কারু লিখা থেকে … তাদের যদি কিছু শেখার থাকে !! এই জন্য।

        GD Star Rating
        loading...
  2. খালিদ মোশারফ : ২১-০৬-২০১৭ | ২১:৩২ |

    প্রিয় মুরুব্বী আমি খুব ব্যস্ত মানুষ। ঘর সংসার ,চাকরি ও অন্যান্য কাজে আমাকে থাকতে হয়। আমার মতামত দেওয়ার সময় কম। মতামত দেওয়া, উত্তর দেওয়ার গুরত্ব রয়েছে। কিন্তু ভাই আমার কিছু করার থাকে না।
    ধন্যবাদ

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ২২-০৬-২০১৭ | ৯:০০ |

      সহমত জ্ঞাপন করায় অসংখ্য ধন্যবাদ মি. খালিদ মোশারফ। Smile

      GD Star Rating
      loading...
  3. আনিসুর রহমান : ২২-০৬-২০১৭ | ১:৪৬ |

    পকেটে টাকা থাকলেও আমাকে দরিদ্র মনে হবে
    না থাকলেও আমাকে দরিদ্র মনে হবে
    *আমার তো ব্যাপারটাকে ভীষন গর্বের বিষয় মনে হলো । ক’জন পারে সবসময় এমন একই ভাবমুর্তি ধরে রাখতে !

    GD Star Rating
    loading...