হে প্রতিদিন আমি অন্যায় করি
——————-
প্রতিদিন আমি কিছু অন্যায় করি বলেই
আমি রোবট নয়
গাছ পালাও নয় ,অন্য কোন প্রাণী নয়
শুকনো ডাল পালা নয়
প্রতিদিন আমি অন্যায় করি
আফসোস করি, প্রায়শ্চিত্ত করি
খোদার কাছে ক্ষমা চাই
ফলে আমার নিজেকে শুকনো বস্তু
প্রাণহীন সত্ত্বা মনে হয় না
প্রতিদিন আমি জেনে না জেনে
অন্যায় করি ফলে আমার আফসোস হয়
ফলে আমার চিন্তার জগৎ জীবন্ত থাকে
নিজেকে মানুষ মনে হয়
পৃথিবীতে আমার জীবনটা স্বার্থক মনে হয়
যে ব্যক্তি আজ হত্যা করবে
যে ব্যক্তি আজ হত্যার স্বীকার হবে
উভয়েই দুর্ভাগা কিন্তু মানুষ
উনাদেরকে তাড়িয়ে আমরা পৃথিবীকে স্বর্গ বানাব
না হত্যাকারী ও হত্যার স্বীকার হওয়া ব্যক্তি
কালক্রমে পৃথিবীতে আসতেই থাকবে
খাদ্যে ফরমালিন দিয়ে মানুষ হত্যা
মনের কষ্ট দিয়ে মানুষ হত্যা
গোপনে নারীর গর্ভপাত বা শিশু হত্যা
মানুষের আশা নষ্ট করে মানুষ হত্যা
আমি কোন না কোন হত্যাকারী
হে আমি অন্যায়কারী,প্রতিদিন আমি
আমার কৃতকর্ম ও অন্যায়কে স্বীকার করি
আর অন্যায়কারীদের ভালবাসি
অন্যায় করি বলেই আমি মানুষ
অন্যায় করি বলেই আমি খোদার কাছে
বলতে পারি হে খোদা আমাকে ও অন্যদের
ক্ষমা কর
অন্যায় করি বলেই খোদার কাছে আমার ভাষা
আসে
অন্যায় করি বলেই খোদার কাছে আমার নিজেকে
ছোট মনে হয়
অন্যায় করে ক্ষমা চাই বলেই আমার অন্যায়
সীমিত হয় ,সীমারেখা থাকে
অন্যায় করে স্বীকার করি বলেই
আমার অন্যায় বেশীদূর পৌছায় না
তবে সকল অন্যায় কারীকে ভালবাসি
কারণ অন্যায়কারীরাও মানুষ।
loading...
loading...
অন্যায় করি বলেই প্রায়শ্চিত্ত করি। পর ক্ষণের জন্য সাবধান হই।
যদি বিবেক বলে মনন সত্তায় কিছু থেকে থাকে। মানুষ বলে কথা !!
loading...