দেশের যুব সমাজ ধ্বংসের অস্ত্র মাদক। মাদক কেনা বেচা আমাদের দেশে প্রকাশ্যে হয়। এরকম আরো বড় বড় সমস্যা রেখে হেফাজতের কোথায় ? একটি ভাস্কর্য আছে তা নিয়ে চুলকানি। মাদক নিষিদ্ধ হক এ বিষয়ে কোন বিতর্ক নেই। তাই লড়তেই যদি হয় মাদক, ট্রাফিক জ্যাম, চাকরির নিয়োগ বাণিজ্য, কোটা বৈষম্য, প্রশ্ন ফাঁস ইত্যাদি বিষয়ে হেফাযত লড়তে পারে।
শিরক মুক্ত বাংলাদেশ চাই। কবরে সিজদাহ দিয়ে হাজারো মুসলমান শিরক করছে। কবর খানার পাশে ভক্তরা গাঁজা সেবন করছে। হাজারো মুসলমান তাবিজ কবজের জালে বন্দী। এগুলোও শিরক।আর আমাদের হেফাযতের একটি ভাস্কর্য নিয়ে মাথা নষ্ট।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আসলেই দুঃখজনক একটি অধ্যায়ের মধ্য দিয়ে চলছে পুরো জাতি।
মাদক, ট্রাফিক জ্যাম, নিয়োগ বাণিজ্য, কোটা বৈষম্য ,প্রশ্ন ফাঁস ___ কেউ বলে না।
loading...
“শিরক মুক্ত বাংলাদেশ চাই।”
বাংলাদেশ তো শিরকমুক্ত।
আর
“কবরে সিজদাহ দিয়ে হাজারো মুসলমান শিরক করছে। কবর খানার পাশে ভক্তরা গাঁজা সেবন করছে। হাজারো মুসলমান তাবিজ কবজের জালে বন্দী। এগুলোও শিরক।” এগুলো তো মাজারবিরোধীদের অপপ্রচার।
loading...