——————–
স্ত্রী বলল আমার পেটে বাচ্চা এসেছে
ভাবলাম এইতো বাবা হয়ে গেলাম
আর কি লাগে!
মনটা ভরে গেল ,খুশির সংবাদে
বাচ্চাও হয়ে গেল – দেখলাম বাচ্চার মিষ্টি চেহারা
খুব ভাল লাগল
ভাবলাম –এইতো যথেষ্ট ,আর কি লাগে!
এর পরে আবার আরেক নাটক
বাচ্চা হামাগুড়ি দিচ্ছে
ভাবলাম এটাওতো ভালোলাগার
আর কি লাগে!
এবার বাচ্চা হাটতে শিখেছে
তাতেও পেট ভরে গেল
এর পরে আর কি লাগে!
ভালই লাগল,আর কি লাগে!
এখন বাচ্চা আমাকে স্পষ্ট করে বাবা বাবা ডাকছে
ভাবলাম থাক এই যথেষ্ট
আর কি লাগে! মন ভরে গেছে!
এবার আবার নাটক-বাচ্চা দৌড়াতে পারে
কম্পিউটার চালানো শিখেছে,বইও একটু একটু পড়ছে
এটা দেখে ভাবলাম যাক নিশ্চিত ,খুব ভাললাগছে
আর কি লাগে!
মন ভরে গেল!
এখন নাকি বাচ্চার স্কুল ড্রেসের জামা পেন্ট বানাতে হবে
তাকে স্কুলে ভর্তি করাতে হবে
বই কিনে দিতে হবে
সেটাও আদরের , স্কুলে ভর্তি করলাম
সে দৃশ্যটাও সুন্দর!
সব দৃশ্যই সুন্দর !সব-ই ভাল লাগছে
মন ভরে গেল !
আর কি লাগে!
আরো দৃশ্য থাকলে তাও দেখব-খোদা চাইলে
বুঝেছি বাচ্চা সব সময় -ই মিষ্টি ও খুব আদুরে
ভাবলাম আমার বাবা কিভাবে দেখত আমাকে
কত সুন্দর বাবাদের পিতৃত্ব বিশ্ব মাঝে
অনেক ধন্যবাদ আমার বাবাকে
সেই সঙ্গে ধন্যবাদ সকল বাবাকে।
loading...
loading...
বেশ ইন্টারেস্টিং একটি লিখা।

অভিনন্দন এবং শব্দনীড় এ আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন।
loading...
“বুঝেছি বাচ্চা সব সময় -ই মিষ্টি ও খুব আদুরে”
শুভেচ্ছা জানাই কবি। শুভ হোক আগামী।
loading...
thanks
loading...