সেই সঙ্গে সকল বাবাকেও ধন্যবাদ

——————–
স্ত্রী বলল আমার পেটে বাচ্চা এসেছে
ভাবলাম এইতো বাবা হয়ে গেলাম
আর কি লাগে!
মনটা ভরে গেল ,খুশির সংবাদে
বাচ্চাও হয়ে গেল – দেখলাম বাচ্চার মিষ্টি চেহারা
খুব ভাল লাগল
ভাবলাম –এইতো যথেষ্ট ,আর কি লাগে!

এর পরে আবার আরেক নাটক
বাচ্চা হামাগুড়ি দিচ্ছে
ভাবলাম এটাওতো ভালোলাগার
আর কি লাগে!

এবার বাচ্চা হাটতে শিখেছে
তাতেও পেট ভরে গেল
এর পরে আর কি লাগে!
ভালই লাগল,আর কি লাগে!

এখন বাচ্চা আমাকে স্পষ্ট করে বাবা বাবা ডাকছে
ভাবলাম থাক এই যথেষ্ট
আর কি লাগে! মন ভরে গেছে!
এবার আবার নাটক-বাচ্চা দৌড়াতে পারে
কম্পিউটার চালানো শিখেছে,বইও একটু একটু পড়ছে
এটা দেখে ভাবলাম যাক নিশ্চিত ,খুব ভাললাগছে
আর কি লাগে!
মন ভরে গেল!

এখন নাকি বাচ্চার স্কুল ড্রেসের জামা পেন্ট বানাতে হবে
তাকে স্কুলে ভর্তি করাতে হবে
বই কিনে দিতে হবে
সেটাও আদরের , স্কুলে ভর্তি করলাম
সে দৃশ্যটাও সুন্দর!
সব দৃশ্যই সুন্দর !সব-ই ভাল লাগছে
মন ভরে গেল !
আর কি লাগে!

আরো দৃশ্য থাকলে তাও দেখব-খোদা চাইলে
বুঝেছি বাচ্চা সব সময় -ই মিষ্টি ও খুব আদুরে
ভাবলাম আমার বাবা কিভাবে দেখত আমাকে
কত সুন্দর বাবাদের পিতৃত্ব বিশ্ব মাঝে
অনেক ধন্যবাদ আমার বাবাকে
সেই সঙ্গে ধন্যবাদ সকল বাবাকে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-০৫-২০১৭ | ২৩:৫৯ |

    বেশ ইন্টারেস্টিং একটি লিখা।
    অভিনন্দন এবং শব্দনীড় এ আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন। Smile https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. মামুনুর রশিদ : ১৭-০৫-২০১৭ | ১২:৪১ |

    “বুঝেছি বাচ্চা সব সময় -ই মিষ্টি ও খুব আদুরে”

    শুভেচ্ছা জানাই কবি। শুভ হোক আগামী।

    GD Star Rating
    loading...