আজকাল হেরে যাচ্ছি,
প্রতিনিয়ত নিজের কাছেই,
হেরে যাচ্ছি বন্ধু – পরিজন,
স্বজন অথবা দুরের চেনা – অচেনা
পরিবেশ প্রতিবেশ থেকে,
বিনয়ে বিগলিত হতে হতে নতজানু হয়ে নিজেকে নিঃশেষ করার বিমোহিত যাদুটোনা,
এসব কিছুই আসে না আমার
এই একগুয়ে যাপিত জীবন প্রবাহে,
হেরে যাচ্ছি তাই, হেরে যাচ্ছি প্রতিনিয়ত নিজের কাছে, সবার কাছে।
আজকাল তোমার জন্যেও কোন
অপেক্ষা নেই,
অপেক্ষা নেই কোন নতুন সকালের।
একটা সময় ছিলো সুর্যোদয় থেকে সুর্যাস্ত,
সকাল আসতো, তুমি আসতে,
নব যৌবনের গান নিয়ে,
বেঁচে থাকার তীব্র আকুলতা নিয়ে।
দুপুর অথবা নিকষ কালো অন্ধকার,
সব কিছু ছিলো মহুয়া মাদকের মতো,
বুকের ভিতর বেজে চলতো –
দ্রিম দ্রিম দ্রাক দ্রাক
করা ভালো লাগার সুর বেসুর।
বিচিত্র আনন্দ বেদনার তাল বেতাল।
এখন শুধু হেরে যাওয়ার অশুভ পদধ্বনি,
এখন শুধু ফুরিয়ে যাওয়ার হাতছানি,
এখন শুধু অজানা এক ভয় আঁকড়ে ধরা,
এখন শুধু অতীত নিয়ে লুকোচুরি খেলা।
loading...
loading...
হেরে যেতে যেতেই ফিরে দাঁড়াবেন নিশ্চয়ই একদিন। আমাদের শুভেচ্ছা আপনার কবিতায়। ধন্যবাদ মি. কাজী রাশেদ।
loading...
যাপিত জীবনের অনুভূতির গল্প। পড়লাম কবি কাজী রাশেদ।
loading...
সব মিলিয়ে ভালো থাকুন কবি। শুভেচ্ছা রাখি আপনার জন্য।
loading...
হেরে যাচ্ছি তাই, হেরে যাচ্ছি প্রতিনিয়ত নিজের কাছে, সবার কাছে। হেরে যাওয়া চলবেনা।
loading...
হেরে যাওয়ার গল্পকথা হচ্ছে আমাদের এগিয়ে যাবার অনুপ্রেরণা।
loading...
বেশ বেদনাবিধুর লেখা,,,শুভেচ্ছা জানবেন কবি
loading...