তোমার চোখের আলোয় এই বিশ্ব দেখার
লোভে নিজে হতে চেয়েছি অন্ধ,
ভালোবাসার বেসুমার ভালো লাগার জালে
নিজেকে আটকাতে চেয়েছি অবিরাম।
তোমার চোখের দিকে তাকিয়ে আমি
মুগ্ধ হতে চেয়েছি বারংবার,
আমি আমার শারিরীক ভালোবাসা,
আমার কল্পনায় থাকা তোমার দেহ সৌষ্ঠব,
নুপুরের মতো নাভি,
কাঠবেড়ালীর মতো আদুরে চঞ্চলতা,
তোমার চকিত চাহনী,
কৃষ্ণপক্ষের একাদশীর মতো গ্রীবায়, বহুবার
মুখ ডুবিয়ে দিয়েছি স্বপ্নের রংগীন আভাসে, হাত দিয়ে ছুয়েছি হাত,
কোমল ওষ্ঠের ‘পরে রেখেছি
আমার স্পর্ধার ঠোট,
কল্পনায় তোমার বুকে বহুবার
রেখেছি আমার মাথা,
মেলাতে চেয়েছি জীবনের সব
পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ।
দ্বিধা দ্বন্ধের সব কিছু সমর্পিত করে
তোমাতেই হতে চেয়েছি বিলীন।
এ শুধু এক কল্পনার স্বপ্ন চারন,
এ শুধু আমার জাগরনে বয়ে চলা
এক কল্পনার রাজকন্যের জন্যে।
তোমাকে পাওয়া বা না পাওয়া,
কাছের গন্ডিতে তোমাকে বাঁধতে
চাওয়া বা না চাওয়া, সব কিছু আজ
শুধুই কবিতার খোলা পাতা,
কবিতার আবোল তাবোল ইচ্ছেমালা।
loading...
loading...
শুধুই কবিতার খোলা পাতা, কবিতার আবোল তাবোল ইচ্ছেমালা। বাহ্ কবি ভাই।
loading...
কবিতার ইচ্ছেমালা আমাদের কতকিছুতেই না প্রাণ ভরিয়ে দেয়। কবিতার জয় হোক।
loading...
কবিতার ইচ্ছেমালা পড়লাম।
loading...
ভালো লিখেছেন কবি কাজী রাশেদ।
loading...
শুভেচ্ছা জানালাম কবি মি. কাজী রাশেদ।
loading...