প্রিয় স্বদেশ

মধ্যরাতের ট্রেন টা হুইশেল বাজিয়ে চলে যায়,
চলে যাওয়ার ক্ষণটায় প্রতিদিন ঘুম ভেংগে যায়,
আর মনে পড়ে তোমাকে,
এক সুতোয় গাঁথা হয়ে গেছে আমার বাঁধাধরা রুটিনে।

একদল সারমেয় প্রতিদিন এই সময়টাতেই কেঁদে
উঠে করুণ বীভৎসতায়,
থেকে থেকে না জানি কোন এক অজানা
শংকায়, কেঁপে যায় উথাল পাতাল।

বুকের ভিতর মোচর দিয়ে উঠে এক অজানা
আশংকা, অন্ধকার গ্রাস করে অন্ধকারকে।
দুনিয়ার তাবৎ অমংগলকে তুড়ি মেরে
উড়িয়ে দিয়ে মনে মনে ভেবে যাই
শুধু তোমার মংগল, তোমার জন্যে
থাকে শুধু একরাশ শুভাশিস।

মাঝে মাঝে মনের মাঝে উঁকি দিয়ে যায়,
নানা শংকা, নানা দুঃশ্চিন্তার আবোল তাবোল,
তবে কি ফিরে আসে সেই পুরানো শকুন,
তবে কি আবারো রক্তের হোলী খেলা,
তবে কি আবারো হিংস্র থাবায় ছিড়ে খাওয়া,
আমার প্রিয় স্বদেশ, স্বাধীন জন্মভুমি?

প্রিয় জন্মভূমি, প্রিয় স্বদেশ,
লাখো শহীদের রক্তে ভেজা এই মাতৃভূমি,
শহীদের রক্তে কেনা আমার বাংলা ভাষা,
তোমার সাথে বেইমানি করে আজো কিছু
বেজন্মা দালাল, বিকিয়ে দিতে চায় তোমাকে,
বিকিয়ে দিতে চায় স্বাধীনতা, ভাষা আর সম্ভ্রম।
২৮শে ফেব্রুয়ারী,২০১৯।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০৩-২০১৯ | ১০:২৬ |

    সঠিক বলেছেন প্রিয় কবি মি. কাজী রাশেদ। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০১-০৩-২০১৯ | ১৯:৪৭ |

    উড়িয়ে দিয়ে মনে মনে ভেবে যাই
    শুধু তোমার মংগল, তোমার জন্যে
    থাকে শুধু একরাশ শুভাশিস।

    বাংলা মা আমার।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০১-০৩-২০১৯ | ২০:১১ |

    শহীদের রক্তে কেনা আমার বাংলা ভাষা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...