কি এক অজানা কারণে এক মাছরাঙ্গা পাখী
সকালের প্রথম প্রহরেই চলে এলো মুক্তো দ্বীপে,
পানির উপরে ভাসমান মুক্তো দুটো অনেক আগেই
স্থান করে নিয়েছিলো আমাদের প্রধানমন্ত্রী
অফিসের উল্টোদিকে, এই দ্বীপে পানি আছে, ঝর্নাও আছে,
তবে মাছ নেই, তবুও আজ সকাল সকাল কি ভেবে
মাছরাঙ্গা এলো এই দ্বীপে, নিয়ে তার নান্দনিক রূপ।
প্রিয় স্বদেশ এখন মাছদের চারণভুমি, মিঠা পানির
মাছে এখন সয়লাব এই দেশ, সেই মাছের চারণ
ভুমিকে পাড়ি দিয়ে এই প্রায় শুষ্ক দ্বীপে কি
ভেবে এলো এই মাছরাঙ্গা? তবে কি কৃতজ্ঞতায়?
খয়েরী সবুজ নীল সহ অনেক রঙ্গে রাঙ্গানো মাছরাঙ্গা
নিশ্চিন্ত উন্নাসিকতায় বসে থাকে দীর্ঘ সময়,
দীর্ঘ ক্ষন -।
কোথাও যাবার নেই,
কোন ক্ষুধা তাকে নিয়ে যায় না,
অন্য কোন শিকারের সন্ধানে।
যেনো এখানেই তার একাগ্রতা,
এখানেই তার দিনমানের অপেক্ষা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি কাজী রাশেদ।
loading...
তাৎপর্য্যপূর্ণ!
loading...
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য রাশেদ ভাই।
loading...