বড্ডো ভুল করে ভুল সময়ে চলে আসা,
ভুল পথে হেটে আসা এ জীবন
কখন থমকে যাওয়া,
কখনো ব্রেক করে বসা,
এমন ভাবনায় কাটিয়ে দেওয়া এক জীবন।।
ফেসবুক, হোয়াটস আপ, ভাইবার অথবা
উইচাটের দুনিয়ায় বড্ডো অসময়ে এসে পরা
এক মানুষ প্রতি পদে হোচট খেতে খেতে,
বাধা পেতে পেতে এগিয়ে চলা।।
পরিচয়ের সাদামাটা গন্ডি থেকে একটু
একটু এগিয়ে চলা মানুষ, হয়ে যায়
পরিচিতের সীমানা ছাড়ানো অনেক মানুষ,
অনেক ঠিকাণা, অনেক ভালোলাগা।।
ভুল সময়ে এসে পরা এক মানুষ,
চলতে চলতে হোচট খাওয়া মানুষ,
দিশেহারা মানুষ, জীবনের অর্থ
খুজে ফিরে অন্তর্জালের মিথ্যে
জগত আর রংগের নেশায়।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
প্রকাশের ভাষা আমার সীমিত। তাই বিষয়টিকে আপনার মতো করে ভাবার চেষ্টা করেও খুব একটা লাভ করতে পারিনি। আজ আপনার হাত হয়ে এলো। অভিনন্দন মি. রাশেদ।
loading...
জীবন আমাদের সহস্র ভুলের সড়ক।
loading...
চমৎকার ভাবনা। নান্দনিক উপস্থাপনা।
loading...
তারপরও আমরা বাঁচি। ভুল থেকে ধৈর্য্য নিয়ে বাঁচতে শিখি।
loading...
ফেসবুক, হোয়াটস আপ, ভাইবার অথবা
উইচাটের দুনিয়ায় বড্ডো অসময়ে এসে পরা—————-
loading...
ভুল ময় নিয়ে এ জীবন
সবাই গড়ুুক সুখেের ভুবন,,
চমৎকার লেখা,,,
loading...
কখন থমকে যাওয়া,
কখনো ব্রেক করে বসা,
এমন ভাবনায় কাটিয়ে দেওয়া এক জীবন।।
* এইতো জীবন…
loading...
সমকালীন এক অনন্য ভাবনাচিত্র ফুটে উঠেছে! বেশ ভালো লাগলো!
loading...