আমি তোমার চোখেই দেখতে চেয়েছি
ঘাস, ফুল- ফল আর আসমুদ্র হিমাচল,
সাগরের লোনা জলের নোনা স্বাদ,
জীবনের হেরে যাওয়া যুদ্ধের প্রতিশোধ,
লোভ দ্বেষ আর হিংসার অনলে
আমার রক্তের ভিতরে উঠা ঝড়।
সেই ঝড়, সেই আকুলতা, সেই উগ্রতা
মুহুর্তেই থামিয়ে দিতে চেয়েছি
তোমার কোমল সুরে গাওয়া মিষ্টি সুরে।
তোমাকে না পাওয়ার বেদনা আমার
ভিতরের ঝড়ে,
আমার বেদনার রঙ নীল হতে হতে
নীলাম্বরী বিষে,
আমার দুঃখ রাতের একাকী বিষন্ন
অন্ধকারে,
আমার সত্বাকে কাপিয়ে দিয়ে অশ্রুঝরা
হাহাকারে,
সব কিছু মিলে মিশে আমাকে শুধু তোমার
কাছেই সমর্পিত করে যায়।
ঝিনুকের ভিতরে বালুকনা জমে জমে
যে মুক্তা,
বিষধর সাপের মাথায় আলোকিত করা
যে মনি,
কয়লার নিকষ অন্ধকারে জন্ম নেওয়া
যে হীরা,
মাটির গভীরে কোটি বছরের লুক্কায়িত
যে তরল সোনা
আমি নিমিষেই বিলিয়ে দিতে পারি শুধু
তোমার জন্যে,
শুধু তোমাকে ফিরে পাবার জন্যে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লিখাটির মাঝে মাঝে অন্তমিলের সন্ধান পেলাম প্রিয় কবি মি. কাজী রাশেদ। শুভ সকাল।
loading...
দারুণ একটি রোম্যান্টিক কবিতা পড়লাম। অভিনন্দন আপনাকে।
loading...
চমৎকার প্রকাশ কবি দা——
loading...
দারুণ কবিতা।
loading...
চমৎকার লেখা
loading...
ভালোবাসার এক অপুর্ব কবিতা পড়লাম কবি রাশেদ ভাই
loading...
কয়লার নিকষ অন্ধকারে জন্ম নেওয়া
যে হীরা,
মাটির গভীরে কোটি বছরের লুক্কায়িত
যে তরল সোনা
আমি নিমিষেই বিলিয়ে দিতে পারি শুধু
তোমার জন্যে,
* বিষয় গভীরতা মুগ্ধ করার মতো…
loading...