জীবনের রঙ পালটে যাওয়া এক
বিষন্ন বিকেলে,
তোমার খোঁজ পেতেই
বদলে যাবার ভাবনা পেয়ে বসে আমাকে,
এক ভালো লাগা সময়কে কেন্দ্র করে,
প্রাণপনে ঠেকাতে থাকি ঘনিয়ে আসা সন্ধ্যা। অন্ধকারাচ্ছন্ন এই জীবনকে ভরিয়ে দিতে ছুটে যেতে চাই মধ্য দুপুরের তেজী আলোর আলোকছটায়।
আমাদের নিত্যদিনের চলাফেরায়,
আমাদের নিত্যদিনের টানাপোড়েনের
এক ক্ষয়ে যাওয়া সময়কে পেরিয়ে,
ব্যর্থতার গ্লানি ভরা হতাশ সময়কে ছাড়িয়ে, হাতছানি দিয়ে ডাকা তোমার শেষ বিকেলের আহবান,
নিয়ে যেতে চায় সোনালী প্রভাতের অরুন আলোয়।
আমি বিভ্রান্তির বেড়া ডিংগিয়ে,
অন্ধকারকে বুড়ো আংগুল দেখিয়ে,
এগিয়ে যাওয়ার আলোকিত পথে পা বাড়াই,
তুমি নিয়ে এলে নানা সর্তের বেড়াজাল,
অথবা চোখের মাঝে আংগুল দিয়ে,
দেখিয়ে দিলে আমার জন্যে রাখা তোমার সীমান্তের সীমন্তরেখা।
আমি ফিরে আসি আমার সেই শেষ
বিকেলের সন্ধ্যা নামা ক্ষনে।
শুধু ফেরাতে পারি না আমাকে,
ফেরাতে পারি না তোমাকে
দেয়া আমার ভালোবাসা।।
loading...
loading...
সুন্দর প্রয়াস, শুভ দুপুর।
loading...
কাউকে ভালোবেসে আবার সেই ভালোবাসা ফিরিয়ে নিতে অনেকেই পারেন না!
শুভকামনা রইলো


loading...
কবিতার জন্য ধন্যবাদ কবি দা।
loading...
ওরা এমনই। এমনই ওদের না ফেরা। শেয়ার করায় ধন্যবাদ মি. কাজী রাশেদ।
loading...
ঠিক মনে করতে পারছি না, লিখাটি কি আগে কোথায় পড়েছি কিনা। ধন্যবাদ।
loading...
আমি বিভ্রান্তির বেড়া ডিংগিয়ে,
অন্ধকারকে বুড়ো আংগুল দেখিয়ে,
এগিয়ে যাওয়ার আলোকিত পথে পা বাড়াই,
* বেশ সাবলীল…
loading...
সময়ের ভালোবাসা একদিন অসময়ে ফুরিয়ে যায়। স্মৃতি রয়ে যায়।
সন্ধ্যা বেলায় আবার সেই সোনালী দুপুর মনে পড়ে। দুরন্ত বেগে ছুঁটে যেতে মন চায় অতীতে।
দু'একটি বানান ভুল চোখে লাগলো। কবিতা সুন্দর লেগেছে। শুভেচ্ছা কবি।
loading...