এ এক ভীষন ভালো লাগার কথা,
এ এক ভীষন ভালো না লাগার কথা।
না বলা সব কথা জাবর কাটার মতো
ঘুরে ঘুরে আসে, যাওয়া আসা নিত্যদিন।
আমার এই ভালো লাগা আর না লাগা
আমার এইসব দিনরাত্রির হাবিজাবি ভাবনা,
আমার বলা, না বলা কথামালা সব মিলে যায়
এই কবিতার খেরোখাতায়।
বুকের খাঁচায় আটকে রাখা কিছু কথা
বুকের গভীরে জমা রাখা কিছু গান,
বুকের অলিন্দে থেকে যাওয়া কিছু রাগ,
বুকের ভিতরেই থেমে থেমে বিদ্রোহ।
কতো টা সময় পেরিয়ে গেলে
কতোটা পথ দুজনে পেরুলে
কতোটা ভালবাসা বিলিয়ে দিলে
বলা যাবে সব কথা, সব গান, সব দুখ।
একটি শালিক, কখনো দুই, তিন, চার
আমার জানালায় এসে বলে যায় সুখ-দুখ,
গেয়ে যায় কিচির মিচির নানা গান,
সুর মিলাই সুরে সুরে, গানে গানে।
আমার না বলা ভালো লাগা, না লাগা,
আমার সব না বলা কথা মালা, গান,
আমার জেগে থাকা, আমার হাসি,
আমার দ্রোহ, সব কিছু আজ শালিকের সাথে
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
নৈঃশব্দের কথা গুলোন যখন আক্ষরিক এমন শাব্দিক সুতো-মালায় উচ্চারিত হয়; বা হতে থাকে; তখন সেই ব্যক্তি আর নিঃসঙ্গ নন। বরং আর দশ জনের চেয়ে পূর্ণাঙ্গ। অভিনন্দন প্রিয় কবি মি. কাজী রাশেদ। ওয়াণ্ডারফুল জব।
loading...
আমি বরাবর আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি। সমালোচনাও করেন মুরুব্বী। তাহলে আরো শিখতে পারবো
loading...
বেশ চমৎকার লিখেছেন
loading...
সুন্দর কথামালা
loading...
আমার কাছে আপনার কবিতা অসামান্য লেগেছে দাদা।
loading...
এ আপনার বদন্যতা। কি যে লিখি নিজেও জানি না। ভালো লাগলো ।
loading...
সুন্দর কবিতা পড়লাম কবি ভাই।
loading...
ভালো থাকুন কবি।
loading...
ভালো আছি ,ভালো থাকবেন। অনেক ভালো লাগা
loading...
আমার জেগে থাকা, আমার হাসি,
আমার দ্রোহ, সব কিছু আজ শালিকের সাথে
* অনেক সুন্দর…
loading...
আমি নিজেকে অনেক কৃথার্থ মনে করছি ভাই।
loading...